শ্রমিকরা জানান কালচিনি চা বাগান শ্রমিকদের প্রাপ্য কোনো সুযোগ সুবিধা প্রদান করেনা। শুধুমাত্র বেতন সঠিক সময়ে চেয়েছিলেন তারা।আর সেই বেতনটুকু প্রদান করতে টালবাহানা করছে চা বাগান কর্তৃপক্ষ। এদিন প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ চলে। পরবর্তীতে বাগান কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেয়। শ্রমিকরা জানান তারা আশ্বাস পেয়েছেন আগামীকাল বেতন পাওয়ার।
আরও পড়ুনঃ ফের মুল্যবান কাঠ পাচারের ছক! ভেস্তে দিলেন বনকর্মীরা
advertisement
তাই বিক্ষোভ তুলে নিলেন। বেতন না মিললে শুরু হবে ফের আন্দোলন। কালচিনি চা বাগানের ডেপুটি ম্যানেজার ইরফান আলি জানান, আমরা চেষ্টা করছি খুব শীঘ্র বেতন প্রদান করার। আগামীকাল সব ঠিক থাকলে বেতন পেয়ে যাবে শ্রমিকরা। "সম্প্রতি কোহিনুর চা বাগান বন্ধ হয়েছে বেতন প্রদানের দিন। এই রুগ্ন চা বাগানটি ফের বন্ধ হয়ে যাবে না তো? প্রশ্ন শ্রমিকদের মুখে মুখে। আতঙ্কে দিন কাটছে তাদের।
Annanya Dey