এলাকা বাসী ধনরাজ তামাং জানান,\"প্রাকৃতিক বিপর্যয় আগাম জানান দিয়ে আসেনা।কিন্তু আমাদের এতবড় ক্ষতি মেনে নিতে পারছি না।ঘরবাড়ি আছে ঠিকই।কিন্তু তা আর বসবাসের উপযোগী থাকল না।\" এলাকায় ভয়াবহ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পাসাখা সীমান্ত দিয়ে যানাবাহন চলাচল বন্ধ । পাসাখা সীমান্ত খোকলাবস্তি এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে ভুটান গামী ট্রাকের লম্বা লাইন লক্ষ্য করা যায়। পাসাখা সীমান্ত হয়ে ভুটান ঢোকার প্রবেশ পথ নেই বললেই চলে।প্রবল জলের স্রোতে এশিয়ান হাইওয়ে ৪৮ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল স্রোতে ভুটান থেকে জল এসে গোটা এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভুটানে ধস ও প্রবল বর্ষনের ফলে ভুটান পাহাড় ধসে জলের স্রোত পাসাখা গেট দিয়ে জয়গাঁর খোকলাবস্তি এলাকায় প্রবেশ করছে।
advertisement
পাসাখা সীমান্তের ওই এলাকায় যোগাযোগ বন্ধ, রোজ কয়েকশো মাল বোঝাই গাড়ি এই পথ দিয়েই ভুটানে প্রবেশ করে। বর্তমানে ভুটানে প্রবেশ করতে না পেরে সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে বন্ধ এসএসবি, কাস্টমস চেকপোস্ট। ঘটনার খবর পেয়ে সেখানে যান জেডিএ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা,জয়গাঁ এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কমল পাখরিন।জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান,\"এটি প্রাকৃতিক বিপর্যয়।এই জলের স্রোতকে নদীর দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাখব।\"
আরও পড়ুনঃ বৃষ্টিতে প্রাচীর ভেঙে আলিপুরদুয়ার-ফালাকাটার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
আলিপুরদুয়ার সেচ দফতর সূত্রে জানা যায়, অতিবৃষ্টিতে জয়গাঁয় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভারত-ভুটান সীমান্ত পাসাখা এলাকা পরিদর্শন করা হচ্ছে। সমগ্র এলাকা পরিদর্শন করে রাজ্যে রিপোর্ট পাঠানো হবে। তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে টানা বৃষ্টিতে জলে ডুবল আলিপুরদুয়ার পুরসভার নিচু এলাকা গুলো৷ ২০ নম্বর ওয়ার্ডের বেশ কিছু ওয়ার্ডের মানুষ জলবন্দি হয়ে রয়েছে ৷ পুরসভার ১৮ , ১৫ , ০৫ , ২০ , ০৮ , ০৯ নম্বরের বিস্তীর্ন নিচু এলাকায় জল জমে রয়েছে ৷ গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত প্রায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে ৷বৃষ্টিপাতের নিরীখে জারি হয়েছে লাল সতর্কতা।
আরও পড়ুনঃ জয়গাঁ শহরের বুকে নদীর ভাঙনে তলিয়ে গেল পাঁচটি ঘর!
আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে সাতটি পাম্প মেশিন চালানো হচ্ছে৷ কালজানি নদীর জল বাড়ায় সুইচ গেট খোলা যাচ্ছে না ৷ পাম্প করে জল বের করে দেওয়া হচ্ছে। অতি বৃষ্টির জেরে চর তোর্সার ডাইভারশন ভেঙে বিপত্তি তৈরি হয়েছে আলিপুরদুয়ারে। পাশাপাশি ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাতভর বৃষ্টির কারণে নির্মীয়মাণ মহাসড়কের চরতোর্ষা ডাইভারশন, বুড়ি তোর্সা নদীর ডাইভারশন ও সঞ্জয় নদীর ওপর থাকা ডাইভারশন ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরতোর্সার ডাইভারশন ভেঙে যাওয়ায় শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যেতে হচ্ছে অনেকটা ঘুরে। বৃহস্পতিবার রাতেও ফের বৃষ্টি হওয়ায় শুক্রবার সকালে দেখ গেল ডাইভার্সনের পরেও চর তোর্সা নদী মূল রাস্তাও অনেকটা ভেঙেছে।
Ananya Dey