বছরের অন্যান্য সময় ঝোরা না রাস্তা বোঝা যায় না। বর্ষাকালে জলে পরিপূর্ণ থাকে ঝোরাটি। জল প্রবেশ করে মানুষের বাড়িতে। জলের তোরে ভেসে যায় রাস্তাঘাট। বৃষ্টি দেখলেই ভয় পান এলাকার মানুষেরা। তার ওপর ভুটান তৈরি করছে গার্ড ওয়াল।এলাকাবাসীদের অভিযোগ, ভুটান কোন পদ্ধতিতে দেওয়াল তুলবে তা তাদের জানা নেই।তবে নদী সংকীর্ন হচ্ছে।এই বর্ষায় ঝোরার জল সব কেড়ে নেবে, তা তারা জানেন।
advertisement
আরও পড়ুন: আচমকাই বাড়িতে ঢুকে পড়ল বিশাল প্রাণীটা, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে মহিলা
আরও পড়ুন: শৌচাগার নেই, মাথায় কোনও শেডও নেই! কোথায় এমন ভয়ঙ্কর পরিস্থিতি? জেনে নিন
এলাকার পঞ্চায়েত সদস্যরা ভাঙনের সময় আসেন।দুর থেকে পরিস্থিতি দেখে চলে যান।এরপর এলাকাবাসীরা বারবার দরবার করলেও তারা কোনও কথা শোনেন না। পঞ্চায়েত সদস্যের এই ব্যবহারে ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা।তারা স্পষ্ট জানিয়েছেন, এবারে পঞ্চায়েত ভোট কোনও দলকেই দেবেন না তারা।
Annanya Dey