হোম /খবর /উত্তরবঙ্গ /
আচমকাই বাড়িতে ঢুকে পড়ল বিশাল প্রাণীটা, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে মহিলা

Alipurduar News: আচমকাই বাড়িতে ঢুকে পড়ল বিশাল প্রাণীটা, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে মহিলা

কুমারগ্রাম রেঞ্জ

কুমারগ্রাম রেঞ্জ

বাড়িতে ঢুকে এক মহিলাকে গুরুতর জখম করল  বাইসন। ঘটনার জেরে চাঞ্চল্য উত্তর হলদিবাড়ির নেপালি বস্তি এলাকায়

  • Share this:

আলিপুরদুয়ার: বাড়িতে ঢুকে এক মহিলাকে গুরুতর জখম করল  বাইসন। ঘটনার জেরে চাঞ্চল্য উত্তর হলদিবাড়ির নেপালি বস্তি এলাকায়।জানা গিয়েছে, জখম ওই মহিলার নাম শঙ্করী রাজভর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০টা নাগাদ গ্রামে ঢুকে পড়ে একটি বাইসন। এলাকার বাসিন্দা বিমল রাজভরের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী শঙ্করী রাজভরকে আক্রমণ করে বাইসনটি। তিনি সেই সময় বাড়িতে গরুদের খাওয়াচ্ছিলেন। পিছন দিক থেকে হামলা চালায় বাইসনটি। বাইসনের আক্রমণে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মহিলা। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়।চিকিৎসক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করেন । মহিলাকে আক্রমণ করার পর বাইসনটি সংকোশ নদী পার হয়ে অসমের দিকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। বাইসনের হামলার ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। বাইসনের হামলায় একটি গরুও আহত হয়েছে।সম্প্রতি মেন্দাবাড়ি এলাকায় বাইসনের হামলায় মৃত্যু হয় এক মহিলার।সকালে প্রাতর্ভ্রমণে বেড়িয়ে প্রাণ হারিয়েছিলেন তিনি।

Annanya Dey

Published by:Rukmini Mazumder
First published:

Tags: North bengal news