জয়ন্তী নদীতে বর্ষার সময় জল ভরে থাকে। এই নদী পার করে শামুকতলায় যাওয়া মুশকিল হয়ে দাঁড়ায় এলাকাবাসীদের কাছে। আর বৃষ্টি না থাকলে নদীতে জলের পরিমাণ কমলেও স্রোত বেশি থাকে। হাটুজল ভেঙে নদীর ওপারে যেতে হয় মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। এই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অফিস, স্কুল আদালত, হাট বাজার করতে নদী পেরিয়ে শামুকতলা আসতে হয়।
advertisement
আরও পড়ুনঃ হল না শেষ রক্ষা! নেশার সামগ্রী পাচারের আগেই জয়গাঁ পুলিশের জালে তিন
বাসিন্দারা জানান নদীতে জল বেড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেসময় না খেয়েই দিন কাটাতে হয় তাদের। নদীর ওপর সেতু না থাকায় বেশিরভাগ মানুষকেই দেখা যায় কাঁধে সাইকেল তুলে নদী পার হতে। সবচেয়ে বেশি সমস্যা হয় শামুকতলায় হাট যেদিন বসে। সেদিন মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অনেক মানুষ যান হাটে ব্যবসা করতে।
আরও পড়ুনঃ কোচিং দিতে কালচিনিতে শুরু হল 'পুলিশ বন্ধু'-র পথ চলা
মাথায় জিনিসপত্র নিয়ে নদী পারাপার করতে গিয়ে তারা দেখতে পান হয়তো সামগ্রী নষ্ট হয়েছে। নয়তো বেশিরভাগ সামগ্রী নদীর জলে ভেসে গিয়েছে। এভাবে ব্যবসায় ক্ষতি হয় তাদের। স্কুল,কলেজ পড়ুয়ারা বিরক্ত হয়ে গিয়েছে নদী পাড় করে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে। প্রশাসনের কাছে এলাকাবাসীরা অনুরোধ জানিয়েছেন জয়ন্তী নদীতে বাঁধ নির্মানের জন্য।
Annanya Dey