দু'মুঠো ভাতের জন্য শিশুদের অবস্থা দেখে চোখে জল আসবে! আলোর ভিড়ে 'সমাজের অন্ধকার' তুলে ধরেছে এই মণ্ডপ

Last Updated:

Kali Puja 2025 : চোখ ধাঁধানো আলোকসজ্জা আর বিগ বাজেটের থিম পুজোর ভিড়ের মাঝেও বারাসাতের সাউথ ভাটরা ক্লাবের শ্যামাপুজো এবার দর্শনার্থীদের মন ছুঁয়ে নিয়েছে এক অন্য ভাবনায়।

+
অভিনব

অভিনব থিম

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায় : চোখ ধাঁধানো আলোকসজ্জা আর বিগ বাজেটের থিম পুজোর ভিড়ের মাঝেও বারাসাতের সাউথ ভাটরা ক্লাবের শ্যামাপুজো এবার দর্শনার্থীদের মন ছুঁয়ে নিয়েছে এক অন্য ভাবনায়। ক্লাবের ৩৬ তম বর্ষে তাঁদের থিম “বন্ধ হোক শিশু শ্রম” সমাজের অন্ধকার এক দিককে তুলে ধরে দেওয়া হয়েছে সজাগ বার্তা।
মণ্ডপের প্রবেশদ্বার থেকে প্রতিমা পর্যন্ত ফুটে উঠেছে শিশু শ্রমের নানাদিক। কোথাও ইটভাটায়, কোথাও চায়ের দোকানে, আবার কোথাও নির্মাণস্থলে কাজ করছে অপ্রাপ্তবয়স্ক শিশুরা। এমনই দৃশ্য দর্শনার্থীদের ভাবিয়ে তুলছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এই থিমের মধ্য দিয়ে তাঁরা সমাজকে মনে করিয়ে দিতে চেয়েছেন- ১৪ বছরের নিচে শিশুদের দিয়ে কাজ করানো আইনত দণ্ডনীয় অপরাধ।
advertisement
advertisement
পুজো উদ্যোক্তা কৌশিক কর্মকার জানান, তারা চেয়েছেন সমাজকে সচেতন করতে। বড় বাজেটের পুজোর সঙ্গে প্রতিযোগিতা নয়, তাদের উদ্দেশ্য ছিল হৃদয়ে ছোঁয়া একটি বার্তা পৌঁছে দেওয়া। দেবী প্রতিমাতেও রয়েছে প্রতীকী ছোঁয়া। ছোট থেকে বড় হওয়া, অন্ধকার থেকে আলোর পথে ফেরা- সবই ফুটে উঠেছে শিল্পীর নিপুণ হাতে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
দর্শনার্থীদের মধ্যে বহু মা আবেগে আপ্লুত হয়ে পড়েছেন এই বাস্তবচিত্র দেখে। বিগ বাজেটের ঝলমলে পুজোর মাঝেও তাই সাউথ ভাটরা ক্লাবের এই ভাবনা সাড়া ফেলেছে বারাসাতজুড়ে। মণ্ডপে মানুষের ঢল প্রমাণ করছে- সমাজ সচেতনতার বার্তাও হতে পারে এক মননশীল পুজোর মূল আকর্ষণ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দু'মুঠো ভাতের জন্য শিশুদের অবস্থা দেখে চোখে জল আসবে! আলোর ভিড়ে 'সমাজের অন্ধকার' তুলে ধরেছে এই মণ্ডপ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement