TRENDING:

Alipurduar News: বোনাসের দাবিতে তুমুল উত্তেজনা কোহিনুর চা বাগানে

Last Updated:

আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগানের ২০ শতাংশ হারে পুজার বোনাসের দাবিতে ম্যানেজার কে ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন সমস্ত শ্রমিকরা। শনিবার সকাল সাতটা থেকে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ওই চা বাগান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার কোহিনুর চা বাগানের ২০ শতাংশ হারে পুজার বোনাসের দাবিতে ম্যানেজার কে ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন সমস্ত শ্রমিকরা। শনিবার সকাল সাতটা থেকে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ওই চা বাগান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েম করেছে শামুকতলা থানা। অন্যান্য চা বাগানে বোনাস হয়ে গেলেও কোন চা বাগানে বোনাস হয়নি এখনো। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সমস্যার সমাধান করতে গত বৃহস্পতিবার ডুয়ার্স কন্যায় শ্রমদফতর বোনাস সমস্যা সমাধান করতে বৈঠক ডেকেছিল।
advertisement

কিন্তু শ্রমিকরা উপস্থিত না হওয়ায় কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। ওই বৈঠকে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির কেন্দ্রীয় নেতারা এবং মালিক পক্ষ উপস্থিত থাকলেও শ্রমিকরা অনুপস্থিত ছিল। বোনাস সমস্যা সমাধানের জন্য ফের আগামী ২৬ সেপ্টেম্বর বৈঠক ডাকা হয়েছে। শ্রমিকরা এদিন সাফ জানিয়ে দিয়েছেন বোনাস নিয়ে আর কোনও আলোচনায় অংশ নিতে চায়না তাঁরা।

আরও পড়ুনঃ প্যান্ডেলে যাওয়ার অপেক্ষায় ঢাকিরা, চলছে মহড়া

advertisement

তাঁদের দাবি মালিক পক্ষ ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা ঘোষনা করে বাগানে নোটিশ ঝুলিয়ে দিলেও তাঁরা বিক্ষোভ তুলে নেবে। না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। শ্রমিকদের অভিযোগ মালিক পক্ষ এর আগে অনেক চুক্তি করেছে। কিন্তু কোনও চুক্তি পূরণ করেন নি। তাই তাঁদের আর এই মালিকের উপর বিশ্বাস নেই। কোহিনূর চা বাগানের বোনাস সমস্যার সমাধান না হওয়ায় পুজোর মুখে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ওই বাগানের ৮৮৮ জন শ্রমিকের।

advertisement

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের চা শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু

আলিপুরদুয়ার জেলার ডেপুটি লেবার কমিশনার রাজু দত্ত কোহিনূর চা বাগানের বোনাস সমস্যা সমাধান করতে আগামী ২৬ সেপ্টেম্বর ফের বৈঠক ডেকেছেন। কোহিনূর চা বাগানের শ্রমিক কৃষ্ণা মাহালি, জানকি কর্মকার, অজিতা ওরাওঁরা অভিযোগ করেন, আমরা আর বৈঠক চাই না। আমরা কুড়ি শতাংশ হারে বোনাস চাই। সে ঘোষণা না করা পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বোনাসের দাবিতে তুমুল উত্তেজনা কোহিনুর চা বাগানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল