কিন্তু শ্রমিকরা উপস্থিত না হওয়ায় কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। ওই বৈঠকে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির কেন্দ্রীয় নেতারা এবং মালিক পক্ষ উপস্থিত থাকলেও শ্রমিকরা অনুপস্থিত ছিল। বোনাস সমস্যা সমাধানের জন্য ফের আগামী ২৬ সেপ্টেম্বর বৈঠক ডাকা হয়েছে। শ্রমিকরা এদিন সাফ জানিয়ে দিয়েছেন বোনাস নিয়ে আর কোনও আলোচনায় অংশ নিতে চায়না তাঁরা।
আরও পড়ুনঃ প্যান্ডেলে যাওয়ার অপেক্ষায় ঢাকিরা, চলছে মহড়া
advertisement
তাঁদের দাবি মালিক পক্ষ ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা ঘোষনা করে বাগানে নোটিশ ঝুলিয়ে দিলেও তাঁরা বিক্ষোভ তুলে নেবে। না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। শ্রমিকদের অভিযোগ মালিক পক্ষ এর আগে অনেক চুক্তি করেছে। কিন্তু কোনও চুক্তি পূরণ করেন নি। তাই তাঁদের আর এই মালিকের উপর বিশ্বাস নেই। কোহিনূর চা বাগানের বোনাস সমস্যার সমাধান না হওয়ায় পুজোর মুখে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ওই বাগানের ৮৮৮ জন শ্রমিকের।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের চা শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু
আলিপুরদুয়ার জেলার ডেপুটি লেবার কমিশনার রাজু দত্ত কোহিনূর চা বাগানের বোনাস সমস্যা সমাধান করতে আগামী ২৬ সেপ্টেম্বর ফের বৈঠক ডেকেছেন। কোহিনূর চা বাগানের শ্রমিক কৃষ্ণা মাহালি, জানকি কর্মকার, অজিতা ওরাওঁরা অভিযোগ করেন, আমরা আর বৈঠক চাই না। আমরা কুড়ি শতাংশ হারে বোনাস চাই। সে ঘোষণা না করা পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবেই।
Annanya Dey