Alipurduar News: প্যান্ডেলে যাওয়ার অপেক্ষায় ঢাকিরা, চলছে মহড়া
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ঢাক ঢোল ঠিকঠাক করে রীতিমতো মহড়া চালাচ্ছেন ঢাকিরা। সামনেই পুজো। আজ বাদে কাল মহালয়া।তাই জোরকদমে প্রস্তুতি চলছে ঢাকিপাড়ায়। কারণ মহালয়ার পর ঢাক বাজানোর উদ্দেশে ভিনরাজ্যে পাড়ি দিতে হবে তাদের।
#আলিপুরদুয়ার: ঢাক ঢোল ঠিকঠাক করে রীতিমতো মহড়া চালাচ্ছেন ঢাকিরা। সামনেই পুজো। আজ বাদে কাল মহালয়া।তাই জোরকদমে প্রস্তুতি চলছে ঢাকিপাড়ায়। কারণ মহালয়ার পর ঢাক বাজানোর উদ্দেশে ভিনরাজ্যে পাড়ি দিতে হবে তাদের। শরতের আকাশে চোখ গেলেই শুধু রাশি রাশি পেঁজা তুলোর মেলা। সকলের মন নেচে উঠেছে শারদীয়ার আগমনী বার্তায়। দেবীর আগমনে প্রকৃতি ও নিজেকে সাজিয়ে তুলেছে মোহিনী রূপে। আর এই শারদ উৎসবের এক অবিচ্ছেদ্য অঙ্গ হল ঢাকের বাজনা। ঢাকে কাঠি পড়লেই আপামর বাঙালির মনে অদ্ভুত এক উন্মাদনার প্রকাশ ঘটে। ঢাকের তালে কোমর দুলিয়ে নেচে ওঠে আবালবৃদ্ধবনিতা। দেবীর আরাধনা, আরতি, বিসর্জন। সবেতেই প্রয়োজন ঢাকের।
আলিপুরদুয়ার জেলার নামকরা ঢাকিপাড়ার মধ্যে আলিপুরদুয়ার জংশন কালীবাড়ি উল্লেখযোগ্য। জানা গিয়েছে, এই এলাকায় রয়েছে প্রায় ৩০ থেকে ৪০টি ঢাকি পরিবার। তাঁদের উপার্জনের একমাত্র পথ বলতে পুজোর মরশুমে ঢাক বাজানো। সারা বছর তারা দুর্গাপুজোর অপেক্ষাতেই থাকে। ঢাক বাজিয়ে যা রোজগার হয় তা দিয়েই বছরের বেশিরভাগ সময়টা চলে তাদের। কিন্তু গত দুবছর করোনা মহামারীর জেরে অন্যান্য জায়গার মতো এই এলাকার ঢাকিদেরও রোজগার বন্ধ ছিল।
advertisement
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের চা শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু
এর ফলে ঢাকিদের অনেকেই তাঁদের পরিবারে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে ভীষণ সমস্যায় ভুগছেন। অথচ বহু বছর ধরে জেলা তথা রাজ্যের সীমানা ছাড়িয়ে অসম সহ বিভিন্ন জায়গায় পুজোয় ঢাক বাজিয়ে ভালোভাবে সংসার চালিয়ে আসছেন এলাকার ঢাকিরা। এবার পুজো আসছে। ইতিমধ্যে ঢাক-ঢোল ইত্যাদি ঠিকঠাক করে ওই এলাকায় রীতিমতো মহড়া চালাচ্ছেন এই ঢাকিরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মায়ের বদলে শিশুপুত্রকে ভ্যাকসিন! চাঞ্চল্য আলিপুরদুয়ার হাসপাতালে
ঢাকিরা জানান, ভিন রাজ্যে ঢাক বাজিয়ে উপার্জন ভালো হয়। আলিপুরদুয়ারে ঢাক বাজিয়ে উপার্জন হয় না। জেলার পুজো কমিটি গুলি টাকা সেভাবে দিতে চায়না। টাকা বাড়ানোর কথা বললে তারা মুখ ঘুরিয়ে নেয়। ফলে সমস্যা হয় তাদের। কম টাকা দিয়েও মন ভরত না। কিন্তু করোনাকালে বাইরে যেতে পারেননি দেখে মানিয়ে নিয়েছিলেন কম টাকায়। এবছর করোনা পরিস্থিতি কেটেছে যার ফলে তারা অসম রাজ্যে পাড়ি দিচ্ছেন।
advertisement
Annanya Dey
Location :
First Published :
September 24, 2022 3:54 PM IST