Alipurduar News: মায়ের বদলে শিশুপুত্রকে ভ্যাকসিন! চাঞ্চল্য আলিপুরদুয়ার হাসপাতালে

Last Updated:

মায়ের পরিবর্তে শিশুপুত্রকে ইনজেকশন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কর্মরত এক নার্সের বিরুদ্ধে মায়ের পরিবর্তে ১০ মাসের শিশুকে ইনজেকশন দিয়ে দেওয়ার অভিযোগ উঠল

+
title=

#আলিপুরদুয়ার: মায়ের পরিবর্তে শিশুপুত্রকে ইনজেকশন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কর্মরত এক নার্সের বিরুদ্ধে মায়ের পরিবর্তে ১০ মাসের শিশুকে ইনজেকশন দিয়ে দেওয়ার অভিযোগ উঠল ৷ অভিযোগ স্বীকার করে হাসপাতাল সুপার বলেন নার্সকে শো কজ করা হয়েছে৷ বিভাগীয় তদন্তের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানান হয়েছে৷ আলিপুরদুয়ারের ভেলুরডাবরি বাসিন্দা অপর্না দাসকে মাসখানেক আগে বেড়াল কামড় দেয় ৷ তার অ্যান্টি রেবিস ভ্যাকসিন চলছিল ৷ আজ শেষ ডোজ নিতে এসেছিলেন তিনি।
তার দশমাসের পুত্রসন্তানকে কোলে নিয়ে বসতে না বসতেই কর্তব্যরত নার্স তার বদলে বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দেয় ৷ ভয় পেয়ে যান শিশুর মা। তিনি সেখানেই চিৎকার চেঁচামেচি শুরু করেন। এর পরেই মহিলা বাড়িতে জানালে বাড়ির লোক হাসপাতাল সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান৷ পরে লিখিত অভিযোগ জানায় সুপারের কাছে৷ এর পরেই হাসপাতাল কতৃপক্ষ নার্সকে ভ্যাকসিন বিভাগ থেকে সরিয়ে দেয়৷ ঘটনার পর নার্স কে শো কজ করে সুপার৷ বিভাগীয় তদন্তের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত জানিয়েছেন তিনি ৷
advertisement
আরও পড়ুনঃ ভুটানের পেডেস্ট্রিয়ান টার্মিনালে নিয়মকানুন জানালেন সেদেশের প্রধানমন্ত্রী
অবজারভেশনে রাখা হয়েছে শিশুটিকে ৷ তবে ভয়ের কিছু নেই বলে জানান সুপার ৷ শিশুটিকে দুজন চিকিৎসক দেখছেন। শিশুটি সুস্থ থাকবে বলে আশাবাদী হাসপাতাল সুপার। যদি কোনও সমস্যা হয় হাসপাতালের পক্ষ থেকে গোটা বিষয়টি দেখা হবে। হাসপাতাল সুপার প্রতিটি কর্মী ও নার্সকে জানিয়েছেন কাজের সময় মন দিয়ে কাজ করতে। এরপর এমন ঘটনা যাতে না ঘটে তার দায়িত্ব হাসপাতালের প্রতিটি কর্মীকে নিতে বলেছেন সুপার।
advertisement
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: মায়ের বদলে শিশুপুত্রকে ভ্যাকসিন! চাঞ্চল্য আলিপুরদুয়ার হাসপাতালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement