Alipurduar News: ভুটানের পেডেস্ট্রিয়ান টার্মিনালে নিয়মকানুন জানালেন সেদেশের প্রধানমন্ত্রী

Last Updated:

ভুটানের পেডেস্ট্রিয়ান টার্মিনাল শুক্রবার থেকে জনগণ ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হল। পেডেস্ট্রিয়ান টার্মিনাল কি তা দেখতে ভীড় জমিয়েছিলেন জয়গাঁবাসীরা।

+
title=

#আলিপুরদুয়ার: ভুটানের পেডেস্ট্রিয়ান টার্মিনাল শুক্রবার থেকে জনগণ ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হল। পেডেস্ট্রিয়ান টার্মিনাল কি তা দেখতে ভীড় জমিয়েছিলেন জয়গাঁবাসীরা। অনেকে আবার এমনি গিয়ে ঘুরে এসেছেন এই টার্মিনাল। এই টার্মিনালে প্রবেশ করতে হলে প্রথমে এসএসবি জওয়ানদের দেখাতে হবে ভোটার আই কার্ড অথবা পাসপোর্ট।টার্মিনাল প্রবেশের মুখে ভুটানের পুলিশকে দেখাতে হবে ভোটার আই কার্ড অথবা পাসপোর্ট। এখানেই শেষ নয় আইকার্ড সঙ্গে রাখতে হবে। লাগেজ স্ক্যানারে লাগেজ তুলে দিতে হবে। তা স্ক‍্যান হয়ে বেরবে।
পাশাপাশি ভুটান পুলিশ পর্যটক ও জনসাধারণের বডি স্ক্যানার মেশিন দিয়ে বডি স্ক্যান করে নেবে। এরপর হেল্পডেস্কের পক্ষ থেকে নাম, ঠিকানা, ফোন নম্বর অনলাইন রেজিস্ট্রেশন করা হবে। দেওয়া হবে কিউ আর কোড।যার ফোটো তুলে রাখতে হবে। এরপর আরেকটি ডেস্কে গিয়ে দেখাতে হবে কিউআর কোড,আই কার্ড অথবা পাসপোর্ট। তারপর গেট খুলে দেওয়া হবে। যাওয়া যাবে ফুন্টশোলিং শহরে।
advertisement
আরও পড়ুনঃ মায়ের বদলে শিশুপুত্রকে ভ্যাকসিন! চাঞ্চল্য আলিপুরদুয়ার হাসপাতালে
ভুটানের প্রধানমন্ত্রী ডাঃ এল শেরিং এদিন উপস্থিত হয়েছিলেন। তিনি মুখোমুখি হয়ে জানান, "পর্যটকদের সুবিধার জন্য এই টার্মিনাল। যারা একবেলার জন্য ভুটানের ফুন্টশোলিং শহরে আসবেন। তাদের থেকে টাকা নেওয়া হবে না। কিন্তু যারা ভুটানে পর্যটক হিসেবে থাকবেন তাদের থেকে এক হাজার দুশো টাকা এসডিএফ চার্জ নেওয়া হবে। ভুটান কাউন্সিল অফ ট্যুরিজম স্বীকৃত হোটেলে থাকতে হবে পর্যটকদের।"
advertisement
advertisement
আরও পড়ুনঃ অবশেষে স্বস্তি! দীর্ঘ আড়াই বছর পর পর্যটক ও সাধারণের জন্য খুলে গেল ভুটানগেট
সকাল ছয়টা থেকে রাত নয়টা অবদি খোলা থাকবে গেট। বিকেল পাঁচটা অবধি ঢুকতে পারবেন পর্যটকেরা। তবে যারা থাকবেন ভুটানে। তাদের পাঁচটার মধ্যে রিজিওনাল ইমিগ্রেশন অফিসে যেতে হবে। এন্ট্রি পারমিট সেখান থেকেই দেওয়া হবে বলে ভুটান সূত্রে খবর। এদিন পর্যটকদের থেকে বেশি ঢুকেছেন কাজ করতে যাওয়া মানুষেরা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ভুটানের পেডেস্ট্রিয়ান টার্মিনালে নিয়মকানুন জানালেন সেদেশের প্রধানমন্ত্রী
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement