TRENDING:

Alipurduar News: একাই ঘোরা, সঙ্গী সাইকেল! জয়গাঁও পৌঁছলেন ইংল‍্যান্ডের জায়া, ঘুরেছেন একাধিক দেশ

Last Updated:

সাইকেল নিয়ে ইংল‍্যান্ড থেকে ভারত।জায়া ড‍্যানিয়েলের বিশ্বভ্রমণে সঙ্গী বাইসাইকেল। একাকী মহিলার বিশ্বভ্রমণে অবাক সকলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: সাইকেল নিয়ে ইংল‍্যান্ড থেকে ভারত। ভারত হয়ে ভুটানের উদ্দেশে রওনা দিলেন জায়া ড‍্যানিয়েল। বিশ্বভ্রমণে সঙ্গী শুধু বাইসাইকেল। একাকী মহিলার বিশ্বভ্রমণে অবাক সকলে।
advertisement

বয়স ৩৫-এর জায়া ড‍্যানিয়েল। সাত বছর আগে বাইসাইকেল নিয়ে বেড়িয়ে পড়েছিলেন বিশ্ব ভ্রমণে। প্রতিটি দেশকে খুব কাছের থেকে দেখার পাশাপাশি সেই দেশের জনপ্রিয় খাবার,সংস্কৃতি সম্পর্কে জ্ঞানের পরিধি বেড়েছে জায়ার। এক বছর আগে ভারতে আসেন তিনি।দিল্লি, রাজস্থান, উত্তরাখন্ড-সহ বিভিন্ন স্থান তিনি ঘুরেছেন। জেনেছেন সেখানকার সংস্কৃতি। ভুটান ঘুরে বিশ্বভ্রমণ শেষ করতে চান তিনি।

advertisement

জায়া ড‍্যানিয়েল জানান, “অনেক কিছু জেনেছি সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে। ভাল,খারাপ, দুই পরিস্থিতি দেখেছি।জীবন দর্শনের অভিজ্ঞতা হল আমার। নিউজিল‍্যান্ডবাসী আমি। কিন্তু কাজের জন‍্য ইংল‍্যান্ডে আসতে হয়। রোমাঞ্চ বরাবর টানে আমাকে। তাই বাইসাইকেল আর ব‍্যাকপ‍্যাক নিয়ে বেরিয়ে পড়া।”

আরও পড়ুন: ঐতিহ্যে মোড়া কোচবিহারের এই রাজপাট, শীতের ছুটিতে ঘুরে আসুন ‘গোসানিমারি গড়’ থেকে

advertisement

View More

আরও পড়ুন: ভরসন্ধ্যায় মালদহের কালিয়াচকে শুটআউট ! গুলিবিদ্ধ যুবক

ইংল‍্যান্ড,ফ্রান্স,রোম,ইতালি,ইরাক,গ্রীস,ভারত সব দেশ ঘুরেছেন জায়া। বিশ্বশান্তির বার্তা তিনি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন। পরিবেশ দূষণমুক্ত রাখার বার্তা দিয়েছেন তিনি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভুটান,তিনি শুনেছেন। তাই ভুটানযাত্রা কোনওভাবে হাতছাড়া করতে চাননি তিনি। জায়ার বাইসাইকেল সঙ্গী।পাশাপাশি রয়েছে তাবু খাঁটানোর সামগ্রী এবং ব‍্যাকপ‍্যাক। জয়গাঁওবাসীরা তাকে দেখে আনন্দিত। জায়া বিশ্বভ্রমণ শেষ করে শিশুদের জন‍্য স্কুল খুলতে চান।যেখানে তিনি প্রাধান্য দেবেন শিশুদের শখগুলিকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: একাই ঘোরা, সঙ্গী সাইকেল! জয়গাঁও পৌঁছলেন ইংল‍্যান্ডের জায়া, ঘুরেছেন একাধিক দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল