Travel Destination: ঐতিহ্যে মোড়া কোচবিহারের এই রাজপাট, শীতের ছুটিতে ঘুরে আসুন 'গোসানিমারি গড়' থেকে

Last Updated:
কোচবিহার শহর থেকে কিছুটা দূরত্বে দিনহাটা মহকুমার খলিসা গোসানিমারি এলাকায় এই জায়গা। এই কামতাপুর দুর্গ সকলের কাছে পরিচিত গোসানিমারি রাজপাট নামে।
1/9
কোচবিহার থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পর্যটন কেন্দ্র। দিনহাটা মহকুমার খলিসা গোসানিমারির এই কামতাপুর দুর্গ সকলের কাছে পরিচিত গোসানিমারি রাজপাট নামে।
কোচবিহার থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পর্যটন কেন্দ্র। দিনহাটা মহকুমার খলিসা গোসানিমারির এই কামতাপুর দুর্গ সকলের কাছে পরিচিত গোসানিমারি রাজপাট নামে।
advertisement
2/9
এই গড়ের ঠিক মাঝখানে একটি দুর্গ ছিল বলে অনুমান করা হয়ে। এখানে খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ থেকে জানা যায় এটি খেন বংশের রাজাদের আমলে নির্মিত।
এই গড়ের ঠিক মাঝখানে একটি দুর্গ ছিল বলে অনুমান করা হয়ে। এখানে খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ থেকে জানা যায় এটি খেন বংশের রাজাদের আমলে নির্মিত।
advertisement
3/9
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ১৯৯৮ সালে রাজপাটে খননকার্য চালানোর সময় প্রচুর পাথরের মূর্তি, রুপোর মুদ্রা, টেরাকোটার বিভিন্ন সামগ্রী সহ নানান সামগ্রী আবিষ্কার করে।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ১৯৯৮ সালে রাজপাটে খননকার্য চালানোর সময় প্রচুর পাথরের মূর্তি, রুপোর মুদ্রা, টেরাকোটার বিভিন্ন সামগ্রী সহ নানান সামগ্রী আবিষ্কার করে।
advertisement
4/9
গোসানিমারি গড় বা রাজপাটের সম্পর্কে একটি বোর্ডে জায়গাটির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। যা দেখে যে কোন‌ও পর্যটক সহজেই বুঝতে পারবেন এখানের বিষয় সম্পর্কে।
গোসানিমারি গড় বা রাজপাটের সম্পর্কে একটি বোর্ডে জায়গাটির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। যা দেখে যে কোন‌ও পর্যটক সহজেই বুঝতে পারবেন এখানের বিষয় সম্পর্কে।
advertisement
5/9
বর্তমানে এখানে আর তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। তবে এখানে আছে রাজ আমলের ইঁটের তৈরি পাত কুয়ো। সেগুলো সংরক্ষণ করা হয়েছে।
বর্তমানে এখানে আর তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। তবে এখানে আছে রাজ আমলের ইঁটের তৈরি পাত কুয়ো। সেগুলো সংরক্ষণ করা হয়েছে।
advertisement
6/9
এই গোসানিমারি গড়ের একটি পাশে আছে রাজ আমলের খনন করা একটি পুকুর। বর্তমানে এটিকেও সংরক্ষণ করে রাখা হয়েছে।
এই গোসানিমারি গড়ের একটি পাশে আছে রাজ আমলের খনন করা একটি পুকুর। বর্তমানে এটিকেও সংরক্ষণ করে রাখা হয়েছে।
advertisement
7/9
গোসানিমারি গড়ের পেছনের দিকে একটি সংগ্রহশালা আছে। কিন্তু কোভিডের সময় থেকে সেটি বন্ধ হয়ে পড়ে আছে। এখানে প্রবেশের ক্ষেত্রে কোন‌ও মূল্য লাগে না।
গোসানিমারি গড়ের পেছনের দিকে একটি সংগ্রহশালা আছে। কিন্তু কোভিডের সময় থেকে সেটি বন্ধ হয়ে পড়ে আছে। এখানে প্রবেশের ক্ষেত্রে কোন‌ও মূল্য লাগে না।
advertisement
8/9
যেকোন‌ও যানবাহনের মাধ্যমেই এখানে পৌঁছনো সম্ভব। কোচবিহারের দীর্ঘ পুরনো পুরাকীর্তিগুলির মধ্যে অন্যতম হল এই গোসানিমারি গড় বা রাজপাট। বাইরে থেকে প্রচুর পর্যটক আসেন জায়গাটি দেখতে।
যেকোন‌ও যানবাহনের মাধ্যমেই এখানে পৌঁছনো সম্ভব। কোচবিহারের দীর্ঘ পুরনো পুরাকীর্তিগুলির মধ্যে অন্যতম হল এই গোসানিমারি গড় বা রাজপাট। বাইরে থেকে প্রচুর পর্যটক আসেন জায়গাটি দেখতে।
advertisement
9/9
বর্তমানে এটি সম্পূর্ণ সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তবে এই জায়গাটির গুরুত্ব রয়েছে গোটা উত্তর-পূর্ব ভারতের মধ্যে।
বর্তমানে এটি সম্পূর্ণ সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তবে এই জায়গাটির গুরুত্ব রয়েছে গোটা উত্তর-পূর্ব ভারতের মধ্যে।
advertisement
advertisement
advertisement