TRENDING:

Alipurduar: 'ক্লিন জয়গাঁ' মিশন একমাত্র লক্ষ্য জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির, শুরু পাইলট প্রোজেক্ট

Last Updated:

জয়গাঁ পরিস্কার রাখতে পাইলট প্রজেক্ট চালু করতে চলেছে জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি। এই পাইলট প্রজেক্ট প্রথমে শুরু করা হবে শহরাঞ্চল থেকে। দুশোটি বাড়িতে দেওয়া হবে দুটো করে বালতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : জয়গাঁ পরিস্কার রাখতে পাইলট প্রজেক্ট চালু করতে চলেছে জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি। এই পাইলট প্রজেক্ট প্রথমে শুরু করা হবে শহরাঞ্চল থেকে। দুশোটি বাড়িতে দেওয়া হবে দুটো করে বালতি। যাতে বর্জ্য পদার্থ ফেলতে হবে শহরবাসীদের। জঞ্জাল অপসারণের কাজে সাফাই কর্মী নিয়োগ করা হবে। যাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের কাজ হবে প্রতি বাড়িতে গিয়ে আবর্জনা সংগ্রহ করে তা ডাম্পিং গ্রাউন্ডে ফেলে আসা। জয়গাঁকে সম্পূর্ণভাবে পরিস্কার রাখতে হলে প্রয়োজন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের।যা জয়গাঁর জনগণের দীর্ঘদিনের দাবি। জয়গাঁর বাসিন্দাদের তরফে জানা যায়, স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জঞ্জাল পরিস্কার করা হলেও ফুন্টশোলিং-এর মতো সাজানো গোছানো শহর নয় জয়গাঁ।
advertisement

এই মুহুর্তে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের দরকার সব চাইতে বেশি। রীতিমতো এ্যাকশন প্ল্যান তৈরি করে জয়গাঁ লাগোয়া ভুলন চৌপথি এলাকার সরকারি খাস জমিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। শহরটিকে পরিচ্ছন্ন করে তুলতে ভুটানের ফুন্টসোলিং শহরকে মডেল হিসেবে সামনে রাখা হয়েছে। কারন সীমান্ত পেরিয়ে জয়গাঁ থেকে দু'কদম এগোলেই ভুটানের ওই শহরের পরিচ্ছন্নতায় চোখ আটকে যায়।

advertisement

আরও পড়ুনঃ চরম বিপদে মানুষ! ফালাকাটায় জাতীয় সড়কের উপর দিয়ে জলের স্রোত!

শহরটি এতটাই পয়পরিষ্কার যা ভারতের অনেক মেট্রোপলিটন শহরের কাছে ঈর্ষার কারন হতে পারে। তবে জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি কর্তৃপক্ষের দাবি ওই প্রকল্পটি বাস্তবায়িত করতে খরচ হবে প্রায় এক কোটি টাকা।আপাতত জেডিএর ফান্ডে থাকা ষাট লক্ষ টাকা নিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি শুরু করতে চাইছেন তাঁরা। জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান,\"আগামী মাস থেকে সংক্ষিপ্তভাবে পাইলট প্রজেক্ট শুরু করা হবে। জয়গাঁকে যে করেই হক পরিস্কার রাখতেই হবে। যার জন্য পাইলট প্রজেক্ট সফল হওয়া জরুরি।\"

advertisement

আরও পড়ুনঃ রাস্তা নাকি পুকুর! বীচ চা বাগানের রাস্তা এমনই

এমনিতেই দূষণের কারনে ও ভৌগোলিক ভাবে পাহাড়ের পাদদেশে হওয়ায় জয়গাঁকে ডেঙ্গু প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করেছে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর।ফলে ওই শহরের জমা জলের সমস্যা সমাধানও জেডিএর সামনে একটি বড় চ্যালেঞ্জ। কারন শহরের নর্দমা গুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়না। সঙ্গে অবৈজ্ঞানিক ভাবে নির্মাণ চলার ফলে শহরটি ক্রমশই ঘিঞ্জি হয়ে পড়ছে বলে অভিযোগ শহরের বাসিন্দাদের। সব মিলিয়ে ওই বেহাল শহরকে দ্রুত জঞ্জাল মুক্ত করতে পাখির চোখ করেছে জেডিএ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: 'ক্লিন জয়গাঁ' মিশন একমাত্র লক্ষ্য জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির, শুরু পাইলট প্রোজেক্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল