Alipurduar: রাস্তা নাকি পুকুর! বীচ চা বাগানের রাস্তা এমনই

Last Updated:

বীচ চা বাগানের রাস্তা যেন পুকুরে পরিণত হয়েছে। রাস্তাটি চলাচলের যোগ্য নেই বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

+
title=

#আলিপুরদুয়ার : বীচ চা বাগানের রাস্তা যেন পুকুরে পরিণত হয়েছে। রাস্তাটি চলাচলের যোগ্য নেই বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দু'বছরের বেশি সময় ধরে রাস্তার এমন পরিস্থিতি। প্রশাসনকে অনেকবার জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু কোনও লাভ হয়নি। বর্তমানে বৃষ্টি হয়ে রাস্তাটি পুকুরে পরিণত হয়েছে। জলকাদা পেরিয়ে গন্তব্যে যেতে হয় এলাকাবাসীদের। রাস্তার এই পরিস্থিতির জন্য গ্রামে অ‍্যাম্বুলেন্স ঢুকতে পারে না বলে স্থানীয়রা জানান।
 
 
advertisement
রোগীর শারীরিক পরিস্থিতি যতই অবনতি হোক না কেন, তাকে এই রাস্তা দিয়েই গ্রামের বাইরে বেরিয়ে গাড়িতে উঠতে হয়। এলাকাবাসীদের প্রশ্ন এই পরিস্থিতির সন্মুখীন আর কতদিন হতে হবে? এই নরক যন্ত্রণা আর ভোগ করতে পারছেন না তারা। স্থানীয়দের কথায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নির্মাণের জন্য এলাকায় প্রায় ২৭০০মিটার রাস্তা খনন করা হয়েছিল। তারপর আর রাস্তা তৈরি হয়নি এলাকায়। এই রাস্তাটি তৈরি হয়েছে অন্যত্র।
advertisement
 
স্থানীয়রা জানিয়েছেন, রাস্তাটি যখন তৈরি হল না। তখন খনন করা স্থানগুলো মাটি দিয়ে ঢেকে দেওয়া যেত। সেই কাজটি না করে সমস্যা আরও বাড়ানো হল। এই এলাকা দিয়ে চলাচল করতে ভয় পান গর্ভবতী মহিলারা। অনেকেই রাস্তার দুর্দশা দেখে তাদের বাবার বাড়ি চলে যান। দিনের বেলা যেমন তেমনভাবে রাস্তা দিয়ে চলা গেলেও,রাতের বেলা আর চলা যায়না রাস্তা দিয়ে। একেই রাস্তায় আলো নেই।
advertisement
 
তাই আর কেউ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির বাইরে যেতে চান না। বেহাল রাস্তার অভিশাপ থেকে কবে মুক্তি পাবেন এলাকাবাসীরা? বর্তমানে এই প্রশ্নই সকলের মুখে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে এই বিষয়ে কিছু জানা যায়নি। এলাকাবাসীদের অভিযোগপ্রশাসনের একজন ব্যক্তিকে এই এলাকায় আজ অবদি প্রবেশ করতে দেখা যায়নি।
advertisement
 
 
 
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: রাস্তা নাকি পুকুর! বীচ চা বাগানের রাস্তা এমনই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement