Alipurduar: চরম বিপদে মানুষ! ফালাকাটায় জাতীয় সড়কের উপর দিয়ে জলের স্রোত!

Last Updated:

সোমবার রাত ও মঙ্গলবার সকালে প্রচন্ড বৃষ্টির ফলে ফালাকাটা রাইচেঙ্গা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের দোলং সেতুর উপর দিয়ে বইছে জল। এর ফলে প্রায় বন্ধ ফালাকাটা আলিপুরদুয়ার যান চলাচল।

+
title=

#আলিপুরদুয়ার : সোমবার রাত ও মঙ্গলবার সকালে প্রচন্ড বৃষ্টির ফলে ফালাকাটা রাইচেঙ্গা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের দোলং সেতুর উপর দিয়ে বইছে জল। এর ফলে প্রায় বন্ধ ফালাকাটা আলিপুরদুয়ার যান চলাচল। জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষজন। পাশের কাঠের সেতুটি ভেঙে যাওয়ায় তৈরি হয়েছে ডাইভারশন। সেই ডাইভারশনের উপর দিয়ে মঙ্গলবার বইছে জল। সমস‍্যায় পড়েছে জনগণ।এই সমস্যা বৃষ্টি হলেই হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।সবচেয়ে বেশি সমস্যা ভোগ করছে স্কুল পড়ুয়ারা। জাতীয় সড়কের ওপর দিয়ে যা জল বইছে,তা হাঁটু সমান। স্কুল যেতে গিয়ে পোশাক ভিজে যাচ্ছে।
 
 
advertisement
গাড়ি নিয়ে জল পার হতেও ভয় পাচ্ছেন চালকরা। গাড়ির ইঞ্জিনে জল ঢুকে গিয়ে গাড়ি বিকল হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে দু'মাস আগে ফালাকাটায় চরতোর্ষা নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় বিস্তির্ণ এলাকা। ব্যপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় জাতীয় সড়কের ওপর ডাইভারশন। বন্ধ হয়ে যায় ফালাকাটা আলিপুরদুয়ার সড়কে যান চলাচল। এদিকে বেশকিছুদিন পর চরতোর্ষা নদীর জলস্তর না কমায় ডাইভারশন সংস্কারের কাজ শুরু করতে পারছিল না মহাসড়ক কর্তৃপক্ষ।
advertisement
 
ফলে স্বাভাবিক হচ্ছিল না ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কে যান চলাচল। এর ফলে সমস্যার মধ্যে পড়েছিলেন শালকুমারহাট, শিলবাড়িহাট, কালীপুর, বংশীধরপুর সহ নানা গ্রামীণ এলাকার কৃষক ব্যবসায়ীরা। এই অঞ্চলের বাসিন্দারা নির্ভরশীল ফালাকাটার ওপর। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে এই গ্রামগুলির উৎপাদিত ফসল কৃষকরা বিক্রির জন্য ফালাকাটা কিষান মান্ডিতে নিয়ে যেতে পারছিল না। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন তাঁরা।
advertisement
 
চাষিদের কথা অনুযায়ী যোগাযোগ বন্ধ থাকায় স্থানীয় বাজারে কম দামে কৃষিপণ্য বিক্রি করতে হচ্ছিল। লাগাতার বৃষ্টিতে সবজি খেতেরও ক্ষতি হয়েছে। এদিকে তোর্ষা খরস্রোতা নদী হওয়ায় ভুটান পাহাড়ে বৃষ্টির জল এই নদী দিয়ে বইছে। এজন্য জলস্তর বেড়ে গেলে সেভাবে কমেনা। যার ফলে রাস্তা মেরামতের কাজ করতে সে সময় মহাসড়ক কর্তৃপক্ষকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল।
advertisement
 
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: চরম বিপদে মানুষ! ফালাকাটায় জাতীয় সড়কের উপর দিয়ে জলের স্রোত!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement