বস্তুত চা বলয় অধ্যুষিত এলাকার পড়ুয়ারা যাতে সরকারি চাকরির পরীক্ষার কোচিং নিতে শিলিগুড়ি,কোচবিহার না যেতে হয়।তার জন্য এই কোচিং সেন্টারের আয়োজন করা হয়েছে।এর আগে জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি দফতরের একটি ঘরে আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের তরফে বিনামুল্যে সরকারি কোচিং সেন্টারের উদ্বোধন হয়েছে। পুলিশের এই উদ্যোগ পুলিশ বন্ধু নামেই পরিচিত। বিভিন্ন সরকারি পরীক্ষা দিতে আগ্রহী পড়ুয়াদের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ পাচারের আগেই কালজানি নদী সংলগ্ন এলাকা থেকে উদ্ধার অবৈধ কাঠ
এর আগে বীরপাড়ায় জেলা পুলিশের পক্ষ থেকে কোচিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ভারত-ভুটান সীমান্তবর্তী এলাকায় জয়গাঁয় সরকারি পরীক্ষার কোচিং দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। যার ফলে পড়ুয়াদের অন্যত্র যেতে হত কোচিং নিতে। আবার অনেকের স্বপ্ন পূরণ হত না। কোচিং ভার্চুয়ালি হবে বলে পুলিশ সূত্রে খবর।বীরপাড়াতে প্রধান কোচিং সেন্টারটি থাকছে। সেখান থেকে ভার্চুয়ালি জয়গাঁর কোচিং সেন্টার চলবে।
আরও পড়ুনঃ চা বাগানের নালা থেকে হস্তীশাবকের মৃতদেহ উদ্ধার
আপাতত ২০ জন পড়ুয়া নিয়ে চলছে কোচিং। চা বাগানের শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের,আদিবাসী পড়ুয়াদের এগিয়ে যাওয়ার জন্যে এমন উদ্যোগ পুলিশের। বীরপাড়ায় পুলিশ বন্ধু কোচিং সেন্টারটি ব্যাপক সাড়া ফেলার পরই আন্তর্জাতিক সীমান্তের শহর জয়গাঁয় এই কোচিং সেন্টারের শাখা শুরুর পরিকল্পনা নেওয়া হয়। কালচিনিতে পুলিশ বন্ধু কোচিং সেন্টারে কোচিং নিতে আসা পড়ুয়ারা খুব খুশি।তারা জানিয়েছে,কোচিং সেন্টারের পাশাপাশি নিজেরাও কঠোর পরিশ্রম করে সরকারি পরীক্ষায় সফল হবে।
Annanya Dey