আরও পড়ুন: এলাকায় থাকবে না ডাস্টবিন, আগামীতে হাওড়ায় বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ হবে
গত পাঁচ বছর ধরে গোবরজ্যোতি নদীর ভাঙনে আলিপুরদুয়ারের এই এলাকার বহু মানুষের কৃষি জমি, সুপরি বাগান নদীর গর্ভে তলিয়ে গিয়েছে। অনেকেই চাষের জমি হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন। এই প্রসঙ্গে এলাকার বাসিন্দারা জানান, ভাঙন রোধের জন্য নদীতে পাকা বাঁধ নির্মাণ করার আবেদন জানিয়ে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তবে কোথাও থেকে এখনও নির্দিষ্ট কোনও আশ্বাস মেলেনি।
advertisement
সামনেই বর্ষা। সেই সময় গোবরজ্যোতি নদী ফুলেঁপে ভয়ঙ্কর আকার ধারণ করে বলে জানালেন এলাকার মানুষ। আর তার জেরেই বর্ষাকালে ভাঙন সমস্যা ব্যাপক আকার ধারণ করে। নদীর পাড় পাকা বাঁধ দিয়ে না বাঁধলে এবছরও বহু মানুষের কৃষি জমি, সুপরি বাগান নদী গর্ভে চলে যাবে বলে আশঙ্কা খোকলা বস্তির মানুষের। আসলে বর্ষায় ভুটানের পাহাড় নেমে আসা জলে বিশাল রূপ ধারণ করে এই গোবরজ্যোতি নদী। আগে নদীটি ১৫ ফুট চওড়া ছিল।বর্তমানে তা পাড় ভাঙতে ভাঙতে ২০০ ফুট চওড়া হয়ে গিয়েছে। এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার কাতর আবেদন জানিয়েছেন এই এলাকার মানুষ।
অনন্যা দে