এই নির্মাণ কাজ দেখে রীতিমতো ভয় পেয়েছেন অভিভাবকেরা। তাদের মতে যেভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে। তাতে খুব কম দিনেই ভেঙে পড়তে পারে স্কুলের নতুন ঘরগুলি। তাদের সন্তানদের জীবন সংশয়ের ভয়ে ভীত তারা। এই ক্লাসরুমে তারা তাদের সন্তানদের ক্লাস করতে দেবেন না। যার জন্য তারা একত্রিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করিয়েছেন। কালচিনি, হ্যামিল্টনগঞ্জের হিন্দিভাষীরা এই স্কুলেই পড়াশুনো করে।
advertisement
আরও পড়ুনঃ বুড়ি নদীর ওপর নেই বাঁশের সাঁকো! সমস্যায় দক্ষিণ চকোয়াখেতির মানুষেরা
স্কুলে পড়ুয়ার সংখ্যা শতাধিক। অভিভাবকদের অভিযোগ শুধু পুরোনো ইট নয়,নির্মাণ কাজে যে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তাও পুরোনো। এভাবে তাদের সন্তানদের জীবন সংশয়ে ফেলে নতুন ক্লাসরুম তারা তৈরি হতে দেবেন না বলে সাফ জানিয়েছেন অভিভাবকেরা।
আরও পড়ুনঃ পাকা সেতুর দাবি পূরণ হয়নি উত্তর কামসিং এলাকায়! ক্ষুব্ধ এলাকাবাসী
এদিকে স্কুলের প্রধান শিক্ষিকা সবিতা সিং জানান, তার পক্ষে পুরো নির্মাণ কাজ দেখা সম্ভব নয়। কারণ স্কুলের অন্যান্য কাজ তাকে দেখতে হয়। তাই ঠিকাদারের ওপর কাজটি দেখে করার ভার দিয়েছিলেন। অভিভাবকেরা যখন অভিযোগ করলেন তখন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। ঠিকাদারের সঙ্গে এবিষয়ে কথা বলবেন। পড়ুয়াদের ভবিষ্যৎ-এর বিষয় নিয়ে চিন্তিত তিনি।
Annanya Dey