Bhaiphonta 2025: ভাইফোঁটায় পুরুলিয়ায় চলছে ট্রেন্ডিং এই মিষ্টিগুলি, দেখলেই জিভে জল আসতে বাধ্য!

Last Updated:

Bhaiphonta 2025: শহর থেকে গ্রাম সর্বত্র মিষ্টি দোকানগুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ‌পুরুলিয়া শহরে এ-বছর ট্রেন্ডিং-এ চলছে বেশ কিছু মিষ্টি তার মধ্যে নজর কেড়েছে কিটক্যাট মিষ্টি, গোলাপ ফুল মিষ্টি, কফি মিষ্টি, স্ট্রবেরি রাবড়ি, চকলেট রাবড়ি সহ নানান রকমের লোভনীয় মিষ্টি। ‌

+
পুরুলিয়ার

পুরুলিয়ার ভাইফোঁটা স্পেশাল মিষ্টি

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বাঙালির উৎসবের অন্যতম ভাইফোঁটা। আর ভাইফোঁটা মানেই থালা ভর্তি রকমারি মিষ্টি। এই সময় তাই মিষ্টির ডিমান্ড থাকে তুঙ্গে। শহর থেকে গ্রাম সর্বত্র মিষ্টি দোকানগুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ‌পুরুলিয়া শহরে এ-বছর ট্রেন্ডিং-এ চলছে বেশ কিছু মিষ্টি তার মধ্যে নজর কেড়েছে কিটক্যাট মিষ্টি, গোলাপ ফুল মিষ্টি, কফি মিষ্টি, স্ট্রবেরি রাবড়ি, চকলেট রাবড়ি সহ নানান রকমের লোভনীয় মিষ্টি। ‌
পুরুলিয়ার এক মিষ্টির দোকানের ব্যবসায়ী বরুণ রাজগড়িয়া বলেন, ‘বেশ কিছু নতুন ধরনের মিষ্টি দোকানে রয়েছে ভাইফোঁটাকে কেন্দ্র করে। বিভিন্ন দাম থেকেই শুরু হচ্ছে এই মিষ্টি।’ ক্রেতাদের কথা ভেবে তাঁরা সাধ্যের মধ্যেই মিষ্টির দাম রেখেছেন। ভাইফোঁটা উপলক্ষে মিষ্টি কেনার ক্রেজ যথেষ্টই রয়েছে।
advertisement
advertisement
এ বিষয়ে দোকানে আসা ক্রেতারা বলেন, ‘বিভিন্ন সময়তেই তাঁরা এই দোকান থেকে মিষ্টি কিনে থাকেন। ‌এই দোকানের মিষ্টির কোয়ালিটি ও টেস্ট দুটোই ভীষণ ভাল। ভাইফোঁটার এই সময় বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি পাওয়া যাচ্ছে এই দোকানে। দামও যথেষ্ট কম রয়েছে। তাই তারা ভাইফোঁটার মিষ্টি কেনাকাটা করছেন এই দোকান থেকেই।
মিষ্টি ছাড়া অসম্পূর্ণ বাঙালির যেকোনও উৎসব। সারাটা বছরই ‌ কম বেশি মিষ্টির কদর থাকে সর্বত্র তবে উৎসব ও পার্বণে মিষ্টির কদর আরও কয়েক গুণ বেড়ে যায়। তার মধ্যে অন্যতম ভাইফোঁটা। ভাই বোনের দুষ্টু-মিষ্টি অটুট সম্পর্কের বন্ধনের অংশ থাকে এই মিষ্টি। ‌
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhaiphonta 2025: ভাইফোঁটায় পুরুলিয়ায় চলছে ট্রেন্ডিং এই মিষ্টিগুলি, দেখলেই জিভে জল আসতে বাধ্য!
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement