কড়াকড়ি সত্ত্বেও ভুটানের মদ ঢুকে পড়ছে ভারতে।জয়গাঁ ও সংলগ্ন এলাকার ধাবাগুলিতে মদের রমরমা বাজার লক্ষ্য করা যাচ্ছে। চা বাগানের অলিতে গলিতে মিলছে ভুটানের মদ।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষার্থে বুধবার থেকে সাত দিন কালিয়াগঞ্জে ১৪৪ ধারা জারি
যদিও আবগারি দফতর সূত্রে জানা যায়,ভুটানের মদের প্রবেশ এলাকায় কম করা সম্ভব হয়েছে।প্রতিদিন চা বাগান সংলগ্ন এলাকা,এশিয়ান হাইওয়েতে টহল দেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুন: স্কুলে রিভলবার নিয়ে দাপাচ্ছে যুবক, সঙ্গে অ্যাসিডের বোতল! আমেরিকা নয়, মালদহের ঘটনা
জয়গাঁ আবগারি দফতরের আধিকারিক সন্দীপ দে জানান, "ভুটানের মদ ভারতে অবৈধ।আমরা রোজ চা বাগানের লাইনগুলিতে অভিযান চালাচ্ছি।অনেক সময় ছোট গাড়ির সিটের তলায় কার্টন ভরে মদ নিয়ে আসার প্রবণতা দেখা যায়। কর ফাঁকি দিয়ে মদ নিয়ে আসা যাবে না।জয়গাঁ ভুটানগেটে আবগারি কর্মীদের একটি দলকে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।"
অনন্যা দে