North Dinajpur News: আইনশৃঙ্খলা রক্ষার্থে বুধবার থেকে সাত দিন কালিয়াগঞ্জে ১৪৪ ধারা জারি
- Published by:Debalina Datta
Last Updated:
মঙ্গলবার সাহেব ঘাটায় ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে আজ ৩৭ জন বিক্ষোকারীদের আটক করলো পুলিশ।আইনশৃঙ্খলা রক্ষার্থে কালিয়াগঞ্জে বুধবার থেকে সাত দিন পর্যন্ত ১৪৪ ধারা জারির নির্দেশ।
কালিয়াগঞ্জ: মঙ্গলবার সাহেবঘাটায় ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে বুধবার ৩৭ জন বিক্ষোভকারীদের আটক করল পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষার্থে কালিয়াগঞ্জে বুধবার থেকে সাত দিন পর্যন্ত ১৪৪ ধারা জারির নির্দেশ।
মঙ্গলবারের পর আজ কেটে গেলেও আতঙ্ক যেন পিছু ছাড়ছে না কালিয়াগঞ্জবাসীর। থমথমে কালিয়াগঞ্জ থানা চত্বর যেখানে সেখানে পড়ে রয়েছে পাথর ও ইটের টুকরো, রয়েছে আগুনে পুড়ে ছাই। কালিয়াগঞ্জের থানা চত্বরে ফুলের বাগান ও পুড়ে ছাই। ছোট থেকে বড় সকলের চোখমুখে আতঙ্ক।এই অবস্থায় পুলিশও শুরু করে দিয়েছে চিরুণি তল্লাশি৷
advertisement
advertisement
শুক্রবারের পর থেকে মঙ্গলবার পাঁচ দিন যা ঘটেছে তাতে কালিয়াগঞ্জকে একেবারে অচেনা বলে ঠেকছে শহরও গ্রামবাসীর। শুধু মৃত নাবালিকার গ্রামে নয় থমথমে পরিবেশ শহরেও। ঘরে ঘরে আত্মীয়-স্বজন পরিজনদের ফোন এখন কেমন পরিস্থিতি? তোমরা সবাই ভালো আছো তো? মঙ্গলবার থানা আক্রমণের পর বুধবারও গ্রামে বেশ কিছু দোকানপাট বন্ধ। চায়ের দোকানে একটাই আলোচনা মঙ্গলবার কালিয়াগঞ্জের এ কোন রূপ দেখল শহরবাসী। সকলের গলাতে উৎকণ্ঠ একে অপরকে জিজ্ঞাসা ধর্ষণ মৃত্যুর ঘটনাতেও কেন রাজনীতির রং লাগল? পুলিশ কেন অপরাধ আড়াল করছে? সামনে পঞ্চায়েত নির্বাচন বলেই কি?
advertisement
এদিকে চারদিন পরেও শোকস্তব্দ পুরো গ্রাম। আজও স্বাভাবিক হয়নি জনজীবন। বাড়ির বাইরে সমাধিস্ত দ্বাদশ শ্রেণীর কিশোরীর দেহ। চার দিন আগে ধর্ষণ করে খুন করা হয়েছিল তাকে বলে অভিযোগ। মৃতার বাড়ির সামনেই পুকুরপাড়ে আম গাছের ছায়ায় আজও পুলিশের কড়া নজরদারি।
গতকালের ঘটনার পর কালিয়াগঞ্জের বেশকিছু জায়গায় আজ কারফিউ জারি করা হয়েছে। ফলে বিশেষ কোনো কাজ ছাড়া কেউ বাড়ি থেকে বেরোচ্ছেন না। এদিকে জানা যায় সাহেব ঘাটের ছাত্রী খুনের প্রতিবাদে গতকাল বিক্ষোভকারীদের মধ্যে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।
advertisement
Piya Gupta
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 3:49 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: আইনশৃঙ্খলা রক্ষার্থে বুধবার থেকে সাত দিন কালিয়াগঞ্জে ১৪৪ ধারা জারি