TRENDING:

Alipurduar: মুল্যবৃদ্ধির সময়ে বাড়েনি ইএলপি! অভিযোগে সরব চা বাগান শ্রমিকরা

Last Updated:

উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের ই এল পি (এক্সট্রা লিভ প্রাইস) বৃদ্ধির দাবিতে সরব হলেন খোদ শ্রমিকরা। ই এল পি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে চলেছে বাগান শ্রমিকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ারঃ উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের ই এল পি (এক্সট্রা লিভ প্রাইস) বৃদ্ধির দাবিতে সরব হলেন খোদ শ্রমিকরা। ই এল পি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে চলেছে বাগান শ্রমিকরা। ২০০৮ সালে শেষবারের মতো চা শ্রমিকদের ই এল পি বৃদ্ধি হয়েছিল। তারপর দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও বাড়েনি ই এল পি । এমনকি এখনও অবধি গত বছরগুলির ই এল পি নিয়ে কোনও বৈঠক হয়নি বলে অভিযোগ। ই এল পি বৃদ্ধির দাবিতে এবারে জোর দিয়েছে চা বাগানের শ্রমিকরাও।
advertisement

 

 

 

View More

কি এই এল পি?

advertisement

চা বাগানের শ্রমিক যারা বাগানে কাঁচা পাতা তুলে তাদের কাঁচা পাতা তোলার একটা লক্ষ‍্যমাত্রা থাকে। চা বাগানের শ্রমিকদের কাঁচাপাতা তোলার লক্ষ‍্যমাত্রা ২৫ কেজি। আর এই ২৫ কেজি কাঁচা পাতা তোলার পর যত বেশি কাঁচা পাতা তোলা হবে প্রতি কেজি টাকা করে অতিরিক্ত টাকা দেওয়া হবে। এমনকি ৩০ কেজির উপরে কাঁচাপাতা তোলা হলে প্রতি কেজিতে অতিরিক্ত .৫০ টাকা প্রদান করা হবে। একেই বলা হয় এল পি (এক্সট্রা লিভ প্রাইস) চা বাগানের ভাষায় যাকে বলা হয় ডাবলি।

advertisement

আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন মালিকরা! সৌজন্যে আলিপুরদুয়ার পুলিশ

 

 

উত্তরবঙ্গের একমাত্র বৃহৎ শিল্প চা শিল্প আর উত্তরবঙ্গের ৩৫০ টি অধিক চা বাগানে প্রায় চার লক্ষ শ্রমিক কর্মরত। এই চা বাগানে যারা কাঁচা চা পাতা তোলে সেই সমস্ত শ্রমিকদের এল পি বৃদ্ধির দাবিতে সরব হয়েছে সব পক্ষ। ইতিমধ্যে এল পি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে চা বাগান শ্রমিকরা। জানা যায় যখন কাঁচা পাতার দাম ১৬ থেকে ১৮ টাকা ছিল তখনও শ্রমিকদের .৫০ টাকা প্রতি কেজিতে প্রদান করা হত।

advertisement

আরও পড়ুনঃ ভিটেমাটি হারানোর আশঙ্কায় নো ম্যানস্ ল্যান্ডের বাসিন্দারা!

 

 

আর এখন যখন কাঁচা পাতার দাম ৪০ থেকে ৬০ টাকা এখন শ্রমিকদের এল পি একই রয়ে গেছে এক টাকাও বাড়েনি। এর ফলে ক্ষুব্ধ চা বাগান শ্রমিকরা। ই এল পি নিয়ে সরকার কোনো উদ‍্যোগ নিচ্ছে না বলে অভিযোগ বাগান শ্রমিকদের। তাদের দাবি এল পি টাকার ওপরে করা প্রয়োজন শীঘ্রই। চা বাগানের শ্রমিকরা আরও জানান দীর্ঘদিন তারা .৫০ টাকা করে এল পি পাচ্ছেন। বৃদ্ধি হয়নি এই টাকা। সব কিছুর দাম বেড়েছে। কিন্তু এল পি আর বৃদ্ধি হচ্ছেনা।এদিকে সংসার চালানো মুশকিল হয়ে পড়ছে।ইএলপি- ভরসায় তারা বেশি পরিশ্রম করতে প্রস্তুত। কিন্তু ইএলপি যদি বৃদ্ধি না হয় তাহলে কাজে উৎসাহ হারিয়ে ফেলছেন তারা।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
বিনা ইনভেস্টমেন্টে প্রতিমাসে রোজগার! বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে হাজার হাজার টাকা রোজগার
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: মুল্যবৃদ্ধির সময়ে বাড়েনি ইএলপি! অভিযোগে সরব চা বাগান শ্রমিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল