উৎকর্ষ বাংলা প্রকল্পে পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের একাধিক গৃহবধূ এবং মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে টেলারিংয়ে। বিনামূল্যে এই প্রশিক্ষণ শেষে মিলবে সার্টিফিকেট। স্বাভাবিকভাবে এই প্রশিক্ষণ শেষে নিজের বাড়িতেই রোজগার করতে পারবেন মহিলারা। একই ছাদের তলায় প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় শতাধিক মহিলা। হাতের কাজ শিখে স্বনির্ভর হচ্ছেন তারা। রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে এই প্রশিক্ষণ মেলায় খুশি মহিলারা। বাড়ির সমস্ত কাজ সামলে তারা হাতের কাজ করে মাসে আয় রোজগার করতে পারবে। পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রায় শতাধিক মহিলা ও গৃহবধূদের টেলারিং এ প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভরতার পাঠ দেওয়া হচ্ছে। প্রতিদিনই বেশ কয়েক ঘন্টা ধরে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের।
advertisement
প্রসঙ্গত বর্তমান দিনে চাকরির আকাল। বাড়িতে অবসর সময়ে সেলাইয়ের কাজ করে এই মহিলারা আগামীতে স্বনির্ভর হতে পারবেন। প্রসঙ্গত এই প্রশিক্ষণ নিতে গেলে তিন মাস প্রতিদিন চার ঘণ্টা করে প্রশিক্ষণ দেওয়া হয়। উৎকর্ষ বাংলা প্রকল্পের সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ শেষে মেলে সার্টিফিকেট।সালোয়ার, কামিজ তৈরি থেকে বিভিন্ন ধরনের পোশাক, জামা-প্যান্ট তৈরির প্রশিক্ষণ পাচ্ছেন তারা।
আরও পড়ুন: কালীপুজোর পর সাতদিন! মাথায় হাত সকলের এই মহাব্যস্ত রুটে বাতিল পরপর ট্রেন
টেলারিং এর প্রাথমিক ধাপ, বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে হাতে-কলমে শিখিয়ে দেওয়া হচ্ছে তাদের। বর্তমানে মেয়েদের স্বাবলম্বী করা এবং নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেহেতু এই প্রশিক্ষণের মধ্য দিয়ে মহিলা স্বনির্ভরতায় জোর দেওয়া হয়েছে। আর এই অভিনব প্রশিক্ষণ গ্রামের মহিলাদের যে বিশেষ কাজে লাগবে তা বলার অপেক্ষা রাখে না।।