Indian Railways: কালীপুজোর পর সাতদিন! মাথায় হাত সকলের এই মহাব্যস্ত রুটে বাতিল পরপর ট্রেন

Last Updated:
Indian Railways: পুজোর মরশুমে আবারও ট্রেন বাতিল, জানুন তালিকা
1/5
খড়গপুর: পুজোর মরশুমে ফের ট্রেন বাতিল। টাটা, ঝাড়গ্রামগামী একাধিক লোকাল ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। পুজোর মরশুমে প্রায় সাতদিন ধরে বন্ধ একাধিক লোকাল ট্রেন। যাত্রীদের সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে খড়গপুর ডিভিশন। ইতিমধ্যে খড়গপুর টাটা শাখায় বাতিল করা হয়েছে ট্রেনগুলি। কালীপুজোর পরের দিন থেকে সাতদিন ধরে ট্রেন বাতিল করা হয়েছে।
খড়গপুর: পুজোর মরশুমে ফের ট্রেন বাতিল। টাটা, ঝাড়গ্রামগামী একাধিক লোকাল ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। পুজোর মরশুমে প্রায় সাতদিন ধরে বন্ধ একাধিক লোকাল ট্রেন। যাত্রীদের সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে খড়গপুর ডিভিশন। ইতিমধ্যে খড়গপুর টাটা শাখায় বাতিল করা হয়েছে ট্রেনগুলি। কালীপুজোর পরের দিন থেকে সাতদিন ধরে ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
2/5
রেলের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, রেলের একাধিক উন্নয়নমূলক কালের জন্য চার জোড়া মেমু ট্রেন বাতিল করা হয়েছে। রেল জানিয়েছে, ৬৮১২৮/৬৮১২৭ টাটা চাকুলিয়া টাটা মেমু, ৬৮০১৫/৬৮০১৬ খড়গপুর-টাটা-খড়গপুর, ৬৮০৯৩/৬৮০৯৪, ৬৮০২৩/৬৮০২৪ খড়গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম-খড়গপুর ট্রেন বাতিল করা হয়েছে। ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, রেলের একাধিক উন্নয়নমূলক কালের জন্য চার জোড়া মেমু ট্রেন বাতিল করা হয়েছে। রেল জানিয়েছে, ৬৮১২৮/৬৮১২৭ টাটা চাকুলিয়া টাটা মেমু, ৬৮০১৫/৬৮০১৬ খড়গপুর-টাটা-খড়গপুর, ৬৮০৯৩/৬৮০৯৪, ৬৮০২৩/৬৮০২৪ খড়গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম-খড়গপুর ট্রেন বাতিল করা হয়েছে। ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
3/5
প্রসঙ্গত, পুজোর মরশুমে বিভিন্ন রুটে একাধিক ট্রেন বাতিল করেছে খড়গপুর ডিভিশন। ফের খড়গপুর থেকে টাটা রুটে এই লোকাল বাতিল করা হয়েছে। ইতিমধ্যে, বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে। রেলের একাধিক উন্নয়নমূলক কাজের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রেলের এক জনসংযোগ আধিকারিক।
প্রসঙ্গত, পুজোর মরশুমে বিভিন্ন রুটে একাধিক ট্রেন বাতিল করেছে খড়গপুর ডিভিশন। ফের খড়গপুর থেকে টাটা রুটে এই লোকাল বাতিল করা হয়েছে। ইতিমধ্যে, বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে। রেলের একাধিক উন্নয়নমূলক কাজের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রেলের এক জনসংযোগ আধিকারিক।
advertisement
4/5
প্রসঙ্গত এর আগে, অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে শুধুমাত্র খড়গপুর-টাটা লাইনে ১০টি ট্রেন বাতিল করা হয়েছে। চাকুলিয়া-টাটা আপ ও ডাউন (৬৮১২৭,৬৮১২৮), খড়্গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া আপ ও ডাউন নিয়ে ৪টি মেমু (৬৮০৯৩, ৬৮০৯৪, ৬৮০২৩, ৬৮০২৪), খড়্গপুর-টাটা প্যাসেঞ্জার আপ ও ডাউন (৫৮০২৭, ৫৮০২৮), খড়্গপুর-টাটা মেমু আপ ও ডাউন (৬৮০১৫, ৬৮০১৬) ফ্রেন্ড বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত এর আগে, অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে শুধুমাত্র খড়গপুর-টাটা লাইনে ১০টি ট্রেন বাতিল করা হয়েছে। চাকুলিয়া-টাটা আপ ও ডাউন (৬৮১২৭,৬৮১২৮), খড়্গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া আপ ও ডাউন নিয়ে ৪টি মেমু (৬৮০৯৩, ৬৮০৯৪, ৬৮০২৩, ৬৮০২৪), খড়্গপুর-টাটা প্যাসেঞ্জার আপ ও ডাউন (৫৮০২৭, ৫৮০২৮), খড়্গপুর-টাটা মেমু আপ ও ডাউন (৬৮০১৫, ৬৮০১৬) ফ্রেন্ড বাতিল করা হয়েছে।
advertisement
5/5
কালীপুজোর পর ভাইফোঁটাতে এবার ঝাড়গ্রাম কিংবা টাটা যাওয়ার সিদ্ধান্ত থাকলে আজই বদলে ফেলুন। Input-Ranjan Chanda
কালীপুজোর পর ভাইফোঁটাতে এবার ঝাড়গ্রাম কিংবা টাটা যাওয়ার সিদ্ধান্ত থাকলে আজই বদলে ফেলুন। Input-Ranjan Chanda
advertisement
advertisement
advertisement