জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় গত তিন সপ্তাহ ধরে লেপার্ডের উপদ্রব বেড়ে ছিল। অধিকাংশ স্থানীয় বাসিন্দা সচক্ষে দেখেছেন বাড়ির উঠোনে লেপার্ড। প্রথম এক বৃদ্ধাকে নৃশংসভাবে মেরে ফেলে লেপার্ড। এরপর চলে বাড়ির পোষ্যদের ওপর আক্রমণ। এরপর এলাকার শিশুদের ওপর হামলা চালায় লেপার্ডটি।
আরও পড়ুন: শিক্ষক দিবসের এ কেমন উপহার! থেকে যাবে আজীবন
advertisement
নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বাসিন্দারা। তারা বনদফতরের কাছে খাঁচা বসানর দাবি জানান। তাদের দাবি মেনে এলাকায় খাঁচা পাতে বন দফতরের মাদারিহাট রেঞ্জ। টোপ দেওয়া হয় ছাগলের। খাবারের টানে খাঁচায় ঢুকে পড়ে লেপার্ডটি।
আরও পড়ুন: মাটির কলসির বিক্রি হু হু করে বাড়ছে! কারণ জানলে অবাক হবেন
এরপরেই আটকে পড়ে সেটি। গর্জন করতে শুরু করে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া লেপার্ডটিকে জলদাপাড়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে এলাকায় আরও লেপার্ড রয়েছে বলে অনুমান বনকর্মীদের।
Annanya Dey