South 24 Parganas News: শিক্ষক দিবসের এ কেমন উপহার! থেকে যাবে আজীবন
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
জয়নগর শ্রীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় স্কুলের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের শিক্ষক দিবসে শিক্ষকদের নানা ধরনের উপহার দিয়েছিল। আর সেই উপহার ফেরত দিলেন অন্যভাবে।
দক্ষিণ ২৪ পরগনা: জয়নগর শ্রীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় স্কুলের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের শিক্ষক দিবসে শিক্ষকদের নানা ধরনের উপহার দিয়েছিল। আর সেই উপহার ফেরত দিলেন অন্যভাবে। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের পরিবেশ বান্ধব কলম দিলেন।
কী এই পরিবেশবান্ধব কলম ? এই কলমের লেখা শেষ হয়ে গেলে তা ফেলে দিলেই তা থেকে তৈরি হবে একটি গাছের চারা। বিশেষজ্ঞদের মতে ভারতে প্রতি বছর যত মানুষের মৃত্যু হয় তার কারণ পরিবেশের দূষণজনিত অসুখ-বিসুখ থেকে। কিন্তু ক্রমশ সারা বিশ্বকে প্লাস্টিক গ্রাস করে নিচ্ছে। এই প্লাস্টিকের কারণেই মৃত্যু হচ্ছে বিভিন্ন জলজ প্রাণী থেকে শুরু করে স্থলজ প্রাণীরও।
advertisement
advertisement
তাই স্বাভাবিকভাবেই ভারসাম্য বিঘ্নিত হচ্ছে পরিবেশের। তবুও মানুষ সচেতন না হয়ে এখনও পর্যন্ত ব্যবহার করে চলছে প্লাস্টিক। শুধু তাই নয় অযথাই গাছ কেটে তা দিয়ে তৈরি করা হচ্ছে আসবপত্র। তার জন্য পরিবেশের ভারসাম্য সঠিক থাকছে না, বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।
advertisement
আর সেই কথা মাথায় রেখেই শ্রীকৃষ্ণনগর প্রাথমিক স্কুলে শিক্ষক শিক্ষিকারা নিজস্ব উদ্যোগে। পরিবেশের কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব কলম দিয়ে উপহার দিয়েছে ছাত্রছাত্রীদের যা পরিবেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং দূষণমুক্ত করতে পারে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 16, 2023 1:54 PM IST







