Jalpaiguri News: সাত সকালে দোকান খুলেই চিৎকার করে উঠল কর্মচারী! মুহূর্তে বদলে গেল পরিস্থিতি
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
সাত সকালে কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। এদিন ধূপগুড়ি কাপড় পট্টিতে দোকান থেকে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
জলপাইগুড়ি : সাত সকালে কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। এদিন ধূপগুড়ি কাপড় পট্টিতে দোকান থেকে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ব্যবসায়ীর নাম সুশান্ত বসাক।
জানা গিয়েছে, এদিন সকালে দোকানের কর্মচারী দোকানে এসে দেখতে পান দোকানের দরজা অল্প খোলা রয়েছে। এরপর ভিতরে দোকান মালিককে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত করে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2023 1:07 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: সাত সকালে দোকান খুলেই চিৎকার করে উঠল কর্মচারী! মুহূর্তে বদলে গেল পরিস্থিতি