নদীটি প্রতি বর্ষায় গ্রাস করে চাষের জমি, বাঁশ ঝাড়। বর্তমানে দেখা যায় নদী ভাঙনের জায়গা থেকে একশো মিটার দুরেই ঘরবাড়ি রয়েছে। ফালাকাটার ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে বয়ে গিয়েছে ডুডুয়া নদী।তিনটি বুথের প্রায় তিনশোটি পরিবার রয়েছে নদীর পাড়ে। গত বছর বর্ষায় নদীর ভাঙন দেখে গিয়েছিল। আলিপুরদুয়ার জেলা পরিষদের সেচ দফতরের বাস্তু নির্বাহক সহ জেলা পরিষদ সদস্য পরিদর্শন করেছিল স্থানটি।
advertisement
আরও পড়ুন: দুই কোটি টাকার এই জিনিস উদ্ধার বসিরহাটে! এসটিএফের জালে দুই!
এমনকি বাসিন্দারা মিলে বাঁধের আবেদনপত্র লিখে জেলা শাসক, বিডিও, গ্রাম পঞ্চায়েত অফিসের দরজায় দরজায় ঘুরেছেন। তারপরেও হয়নি বাঁধ। তাদের অভিযোগ, প্রায় ৫০ বিঘা চাষের জমি নদী ভাঙনের মুখে, ইতিমধ্যে ২৫ বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গেছে। এই জমির বেশিরভাগ অংশ রয়েছে নেপালী বস্তির বাসিন্দাদের। এই নদীতে জল বৃদ্ধি পাওয়ার কারণে বিচ্ছিন্ন নেপালি বস্তি এলাকাটি।
Annanya Dey