North 24 Parganas News: দুই কোটি টাকার এই জিনিস উদ্ধার বসিরহাটে! এসটিএফের জালে দুই!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: বসিরহাটে যা পাওয়া গেল জানলে চমকে যাবেন!
বসিরহাটঃ দু’কেজি হেরোইন সহ এসটিএফের জালে ২ পাচারকারী। বেঙ্গল এসটিএফের জালে দুই মাদক পাচারকারী। বাজেয়াপ্ত দুই কোটি টাকারও বেশি বাজারমূল্যের নিষিদ্ধ হেরোইন। মাদক আইনে কেস রুজু বাদুড়িয়া থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মছলন্দপুর-তেঁতুলিয়া রোডের খাসপুরে অভিযান চালায় এসটিএফ।
সেখান থেকে দু’কিলো হিরোইন সহ ২ পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে তারা। ধৃতদের নাম বিপ্লব মণ্ডল ও লিঙ্কণ কাঞ্জিলাল। দু’জনেরই বাড়ি উত্তর ২৪ পরগণার বনগাঁয়।
advertisement
এই দুই পাচারকারীর খোঁজে দীর্ঘদিন তল্লাশি চালাচ্ছিল এসটিএফ। ধৃতদের বিরুদ্ধে এদিন বাদুড়িয়া থানায় এনডিপিএস ১৯৮৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। ২ পাচারকারীকে বৃহস্পতিবার বারাসত জেলা আদালতে তোলা হবে। এদের সঙ্গে বড়সড়ো পাচার চক্রের কোনো যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে রাজ্যের এসটিএফ ও বাদুড়িয়া থানার পুলিশ।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 6:13 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দুই কোটি টাকার এই জিনিস উদ্ধার বসিরহাটে! এসটিএফের জালে দুই!