Tomato-Ginger Price Hike: টমেটো, আদার বদলে লোকে আপেল কিনে বাড়ি ফিরছে! দাম জানলে চোখ কপালে উঠবে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
Tomato-Ginger Price Hike: টমেটো, আদার দাম শুনে কেউ আর কিনতেই চাইছে না। জানুন
বীরভূম: এক রাতে দ্বিগুন। তাহলে টমেটোর জায়গায় আপেল কেনা ভাল। টমেটোর দাম শুনে এমনই মন্তব্য করছেন ক্রেতারা। তবে কেবল টমেটো না। গত কয়েকদিনে আদার দামও আকাশ ছোঁয়া। তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। কিন্তু হটাৎ দাম বৃদ্ধির কারণ? বিক্রেতাদের দাবি, আমদানি কম থাকায় দাম বেড়েছে।
সিউড়ি শহরের আনাজ বিক্রেতাদের থেকে জানা গিয়েছে, দিন দুয়েক আগেও টমেটো কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা বিক্রি হয়েছে। কিন্তু বুধবার থেকে রাতারাতি দাম বেড়ে হয়ে যায় ৭০ থেকে ৮০ টাকা কেজি। অন্যদিকে সপ্তাহ দুয়েক আগেও আদা বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ টাকা কেজি। সেখানে এখন আদা বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি।
advertisement
advertisement
বিক্রেতাদের দাবি, অত্যাধিক দাম বেড়ে যাওয়ায় বিকিকিনি প্রভাবিত হয়েছে। তাঁরাও পাইকারি বাজার থেকে অল্প পরিমাণ করে সামগ্রী নিচ্ছেন। বিক্রেতাদের কথায়, ” যে ক্রেতা আগে ২ কেজি টমেটো কিনতেন। তিনি দাম শুনে এক কেজি নিচ্ছেন। স্বাভাবিকভাবেই আমাদের বিকিকিনি প্রভাবিত হচ্ছে।” সিউড়ি কোর্ট বাজার এলাকার আনাজ বিক্রেতা সেখ আলাউদ্দিন, লালু মোল্লা বলন, ” আনাজের যোগান কম। তাই দাম বেড়েছে। আমরা কম টাকার আনাজ কিনছি। কারণ বেশি কিনলে তা বিক্রি হবে না।”
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 2:16 PM IST