এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। ওই কিশোরী আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। বৃহস্পতিবার থেকে বিয়ের কথা উঠতেই প্রেমিকের সঙ্গে বচসা শুরু হয় তার। শুক্রবার তার প্রেমিক বিয়ে করতে না করে দেয়। এরপরই আত্মহত্যার পথ বেছে নেয় তরুণী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের যোগেন্দ্রনগর এলাকায়।
আরও পড়ুন: নিকাশি উন্নত করতে গিয়ে বিপত্তি, একের পর এক ব্যক্তি পড়ে যাচ্ছেন হাইড্রেনে! নদিয়ায় চাঞ্চল্য
advertisement
শুক্রবার রাতে খেয়ে নেওয়ার জন্য তার পরিবারের লোকজন ডাকাডাকি করছিল ওই তরুণীকে। কিন্তু তার কোনও সাড়া না মেলায় দরজা জোরে ধাক্কা দিয়ে খুলতেই দেখা যায় তার ঝুলন্ত দেহ। বাড়ির লোক ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। তখনও সে জীবিত ছিল। প্রত্যন্ত এলাকা হওয়ায় হাসপাতালে নিতে দেরি হয়ে যায়। ফলে মৃত্যু হয় ওই কলেজ পড়ুয়ার।
আরও পড়ুন: আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু, হুগলিতে ট্রাকের ধাক্কায় মৃত সাইকেল আরোহী
পরিবারের লোকজনেরা তড়িঘড়ি করে এক আলিপুরদুয়ার নম্বর ব্লকের পাঁচকেলগুড়ি বাবুরহাট স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য তাকে নিয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসকরা ওই কলেজ ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সোনাপুর ফাঁড়ির পুলিশ।
ওই কলেজ পড়ুয়ার বাবা জানান, তার মেয়ের সঙ্গে একটি ছেলের সম্পর্ক গড়ে ওঠে। মেয়ে কলেজ যেতে বের হত। বাইরে কী করত তা জানে না পরিবারের লোকজন। মোবাইলে ওই ছেলের সঙ্গে কথা হত তাদের মেয়ের।এই ঘটনায় পরোক্ষভাবে ছেলেটির মদত রয়েছে। ওই ছেলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে থানায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে সোনাপুর ফাঁড়ির পুলিশ।
Annanya Dey