Hooghly News: আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু, হুগলিতে ট্রাকের ধাক্কায় মৃত সাইকেল আরোহী

Last Updated:

আবারও পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। বৈদ্যবাটী তারকেশ্বর রোডের চাঁপসড়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু। 

+
আবারও

আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু

#হুগলি: আবারও পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। বৈদ্যবাটী তারকেশ্বর রোডের চাঁপসড়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯ টা নাগাদ। মৃত ব্যক্তির নাম সুশান্ত দাস। দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। দেহ তুলতে বাধা এলাকাবাসীরা। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, সুশান্ত দাস নামে ওই ব্যক্তি বৈদ্যবাটির দিক থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলো। বছর ৫০ এর ওই ব্যাক্তি ঝিনার মোড় এলাকায় বাসিন্দা। প্রতিদিনের মতো সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। সিঙ্গুরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। পিছন থেকে আসা একটি লরি প্রথমে উলটো দিকে দাঁড়িয়ে থাকা খারাপ একটি চার চাকা গাড়িকে ধাক্কা মারে ও পরে ওই ব্যক্তিকে পিষে দেয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। লরির চালক পলাতক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিয়ারাপুর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ রেখে বৈদ্যবাটী তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়রা।পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তারা।
advertisement
advertisement
আরও পড়ুন: কাদের খান-অরুণা ইরানির হাতে চড় খেয়েছিলেন শক্তি কাপুর, ভেবেছিলেন অভিনয় ছাড়বেন!
স্থানীয় এক বাসিন্দা নব কুমার প্রামাণিক জানান, রাস্তার ওই অংশটি দুর্ঘটনা প্রবণ এলাকা। ওই রাস্তার পিছনের দিকের অংশটির সারাইয়ের কাজ চলছে। সামনের দিকের ঢালু রাস্তায় খুবই বিপদজনক অবস্থায় রয়েছে। যে ব্যক্তিটি মারা গেছেন তার মুখ দেখে প্রথমে চেনার উপায় ছিল না। পরে তারা বুঝতে পারেন। লরির চাকা ব্যক্তির মাথার উপর দিয়ে চলে যাওয়ার জন্য ব্যক্তিটির মাথা থেঁতলে যায়। দুর্ঘটনার পর দ্রুত রাস্তা সাড়াইয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু, হুগলিতে ট্রাকের ধাক্কায় মৃত সাইকেল আরোহী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement