কাদের খান-অরুণা ইরানির হাতে চড় খেয়েছিলেন শক্তি কাপুর, ভেবেছিলেন অভিনয় ছাড়বেন!

Last Updated:

বলিউডে শক্তি কাপুর পা রেখেছিলেন নায়ক হওয়ার জন্যই।

শক্তি কাপুর
শক্তি কাপুর
#মুম্বই: ১৯৮৩ সালে 'মাওয়ালি' ছবিেত একের পর এক চড় খেয়েছিলেন শক্তি কাপুর। সেই কথা মনে করতে গিয়ে 'দ্য কপিল শর্মা শো'-তে অতিথি শক্তি কাপুর দারুণ দারুণ সব স্মৃতি শেয়ার করলেন। বললেন, সেই চড় খেয়ে তিনি ভেবেছিলেন, ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ার হয়তো শেষ হয়ে গেল। এরই সঙ্গে তিনি জানিয়েছেন, বলিউডে শক্তি কাপুর পা রেখেছিলেন নায়ক হওয়ার জন্যই।
কপিল শর্মার শো-তে গিয়ে নিজের কেরিয়ারের নানা স্মৃতি শেয়ার করেছেন অভিনেতা। তিনি বলেছেন, 'আমি প্রথম কমেডি ছবি করেছিলেন সত্তে পে সত্তা। রাজ সিপ্পি আমাকে এই ছবির অফার দিয়েছিলেন। আমি ভেবেছিলাম, আমাকে ভিলেন থেকে কমেডিয়ান তৈরি করতে চাইছেন কেন তিনি?' এর পরই মাওয়ালি ছবির কথা উল্লেখ করেন শক্তি কাপুর।
আরও পড়ুন: গড়িয়ার কারখানাতে অগ্নিকাণ্ডের জের, পাশের স্কুলগুলিতে চরম আতঙ্ক! পিছিয়ে গেল পরীক্ষা
শক্তি কাপুর জানান, 'মাওয়ালি ছবির প্রথম শটেই কাদের খান আমাকে চড়ে মেরে মাটিতে শুইয়ে দেন। এর পর অরুণা ইরানির সঙ্গে দ্বিতীয় শট। সেখানেও তিনি আমাকে ঠেসে চড় মেরে মাটিতে ফেলে দেন। তৃতীয় বারও একই ঘটনা ঘটে।' শক্তি জানান, এ ভাবে পর পর চড়ের দৃশ্যে অভিনয় করার পর ভয় পেয়েছিলেন তিনি। এমন দৃশ্যে কাজ করলে এরপর তাঁর আর কোনও গুরুত্ব থাকবে না। পরবর্তীতে কাজ পেতেও সমস্যায় পড়বেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: শ্মশানে শবদেহ এলেই স্কুলে বাজে ছুটির ঘন্টা! অদ্ভুত নিয়ম গোঘাটে
শক্তি জানান, সেই সময় অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ তাঁকে পরামর্শ দিয়েছিলেন অভিনয়ে থেকে সরে না যেতে। মাওয়ালি মুক্তি পাওয়ার পর সেই ছবি হিট হয় প্রবল ভাবে। শক্তি কাপুরের চরিত্রটিও ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শকমহলে। এর পর অবশ্য তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। বলিউডের অন্যতম সেরা কমেডিয়ান ও ভিলেনের চরিত্রে বহু ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন শক্তি কাপুর।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কাদের খান-অরুণা ইরানির হাতে চড় খেয়েছিলেন শক্তি কাপুর, ভেবেছিলেন অভিনয় ছাড়বেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement