কাদের খান-অরুণা ইরানির হাতে চড় খেয়েছিলেন শক্তি কাপুর, ভেবেছিলেন অভিনয় ছাড়বেন!
- Published by:Raima Chakraborty
Last Updated:
বলিউডে শক্তি কাপুর পা রেখেছিলেন নায়ক হওয়ার জন্যই।
#মুম্বই: ১৯৮৩ সালে 'মাওয়ালি' ছবিেত একের পর এক চড় খেয়েছিলেন শক্তি কাপুর। সেই কথা মনে করতে গিয়ে 'দ্য কপিল শর্মা শো'-তে অতিথি শক্তি কাপুর দারুণ দারুণ সব স্মৃতি শেয়ার করলেন। বললেন, সেই চড় খেয়ে তিনি ভেবেছিলেন, ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ার হয়তো শেষ হয়ে গেল। এরই সঙ্গে তিনি জানিয়েছেন, বলিউডে শক্তি কাপুর পা রেখেছিলেন নায়ক হওয়ার জন্যই।
কপিল শর্মার শো-তে গিয়ে নিজের কেরিয়ারের নানা স্মৃতি শেয়ার করেছেন অভিনেতা। তিনি বলেছেন, 'আমি প্রথম কমেডি ছবি করেছিলেন সত্তে পে সত্তা। রাজ সিপ্পি আমাকে এই ছবির অফার দিয়েছিলেন। আমি ভেবেছিলাম, আমাকে ভিলেন থেকে কমেডিয়ান তৈরি করতে চাইছেন কেন তিনি?' এর পরই মাওয়ালি ছবির কথা উল্লেখ করেন শক্তি কাপুর।
আরও পড়ুন: গড়িয়ার কারখানাতে অগ্নিকাণ্ডের জের, পাশের স্কুলগুলিতে চরম আতঙ্ক! পিছিয়ে গেল পরীক্ষা
শক্তি কাপুর জানান, 'মাওয়ালি ছবির প্রথম শটেই কাদের খান আমাকে চড়ে মেরে মাটিতে শুইয়ে দেন। এর পর অরুণা ইরানির সঙ্গে দ্বিতীয় শট। সেখানেও তিনি আমাকে ঠেসে চড় মেরে মাটিতে ফেলে দেন। তৃতীয় বারও একই ঘটনা ঘটে।' শক্তি জানান, এ ভাবে পর পর চড়ের দৃশ্যে অভিনয় করার পর ভয় পেয়েছিলেন তিনি। এমন দৃশ্যে কাজ করলে এরপর তাঁর আর কোনও গুরুত্ব থাকবে না। পরবর্তীতে কাজ পেতেও সমস্যায় পড়বেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: শ্মশানে শবদেহ এলেই স্কুলে বাজে ছুটির ঘন্টা! অদ্ভুত নিয়ম গোঘাটে
শক্তি জানান, সেই সময় অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ তাঁকে পরামর্শ দিয়েছিলেন অভিনয়ে থেকে সরে না যেতে। মাওয়ালি মুক্তি পাওয়ার পর সেই ছবি হিট হয় প্রবল ভাবে। শক্তি কাপুরের চরিত্রটিও ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শকমহলে। এর পর অবশ্য তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। বলিউডের অন্যতম সেরা কমেডিয়ান ও ভিলেনের চরিত্রে বহু ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন শক্তি কাপুর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2022 8:06 PM IST