Nadia News: নিকাশি উন্নত করতে গিয়ে বিপত্তি, একের পর এক ব্যক্তি পড়ে যাচ্ছেন হাইড্রেনে! নদিয়ায় চাঞ্চল্য

Last Updated:

দাবি, খোলা রাস্তার পাশে হাইড্রেন তৈরির কাজ চলাকালীন যদি ব্যারিকেডের ব্যবস্থা করা হত তাহলে হয়তো এই দুর্ঘটনাগুলো হত না।

একের পর এক ব্যক্তি পড়ে যাচ্ছেন হাইড্রেনে! নদিয়ায় চাঞ্চল্য
একের পর এক ব্যক্তি পড়ে যাচ্ছেন হাইড্রেনে! নদিয়ায় চাঞ্চল্য
#শান্তিপুর: নবনির্মিত হলেও কাজ বাকি চলছিল। সেই খোলা হাইড্রেনের মধ্যে পড়ে গিয়ে গুরুতর আহত এক যুবক। অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন তিনি। গোটা শান্তিপুর শহরের নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য শান্তিপুর পৌরসভার উদ্যোগে তৈরি করা হচ্ছে হাইড্রেন। শান্তিপুরের বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যে হাইড্রেন তৈরির কাজ সম্পন্ন হয়েছে। হাইড্রেন তৈরির কাজ চলাকালীন এর আগে খোলা ড্রেনের মধ্যে পড়ে গিয়ে একাধিক মানুষ আহত হয়েছেন, যা সংবাদমাধ্যমের শিরোনামে একাধিক বার উঠে এসেছে।
গত কয়েকদিন ধরে শান্তিপুর বড়বাজার সংলগ্ন বড় রাস্তার পাশ দিয়ে চলছে হাইড্রেন তৈরির কাজ। গতকাল রাতে ওই হাইড্রেনের মধ্যে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন এক যুবক, যদিও অল্পের জন্য প্রাণ রক্ষা পান যুবক। স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা হয় যুবকের। শনিবার শান্তিপুর হাসপাতাল থেকে ওই কিশোরকে ছেড়ে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: আদালত থেকেই চুরি! কাণ্ড দেখে চোখ কপালে কর্তাদের
এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের অভিযোগ, পৌরসভার পক্ষ থেকে হাইড্রেন তৈরির কাজ চলছে খুব ভাল কথা, কিন্তু কোনও রকম গার্ডওয়াল না দিয়েই তৈরি হচ্ছে হাইড্রেন। অনেকেই অসাবধানতাবশত পড়ে যাচ্ছেন হাই ড্রেনের মধ্যে, আহত হয়েছে বেশ কয়েকজন মানুষ।
advertisement
advertisement
আরও পড়ুন: আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু, হুগলিতে ট্রাকের ধাক্কায় মৃত সাইকেল আরোহী
শুক্রবার রাতের ঘটনায় আবারও কপালে চিন্তার ভাঁজ ওই এলাকার মানুষের। অভিযোগ খোলা রাস্তার পাশে হাইড্রেন তৈরির কাজ চলাকালীন যদি ব্যারিকেডের ব্যবস্থা করা হত তাহলে হয়তো এই দুর্ঘটনাগুলো হত না। ওই এলাকার ব্যবসায়ীদের দাবি, পৌরসভা যদি এদিকে একটু নজর দেয় তাহলে আগামী দিনে দুর্ঘটনার কবলে আর হয়তো কেউ পড়বে না।
advertisement
প্রসঙ্গত, সরকারের উদ্যোগে জেলার একাধিক জায়গায় অসম্পূর্ণ কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। ঠিক তেমনি শান্তিপুরের রাস্তার পাশে হাইড্রেন তৈরির কাজ চলছে পুরোদমে। তবে সামান্য সাবধানতা অবলম্বন করলেই এই দুর্ঘটনা হত না বলে দাবি স্থানীয় মানুষের।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নিকাশি উন্নত করতে গিয়ে বিপত্তি, একের পর এক ব্যক্তি পড়ে যাচ্ছেন হাইড্রেনে! নদিয়ায় চাঞ্চল্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement