জানা যায়, চুয়াপাড়া চা বাগানের প্রাক্তন শ্রমিক সাইলি তামাংয়ের বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। এদিন সাইলি তামাং ঘর থেকে দোকানে যাওয়ার উদ্দেশে বেরিয়েছিলেন। ঠিক সেসময় রাঙামাটি থেকে কালচিনি গামী একটি মোটরবাইক সজোরে ধাক্কা মারে সাইলি তামাংকে। এই ঘটনার পর সাইলি তামাং সড়কে ছিটকে পড়ে যায়।
advertisement
তাঁকে গুরুতর জখম অবস্থায় দেখে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে প্রথমে চা বাগানের হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন: মৃতদেহটাও তো মেলেনি! ১৩ বছর ধরে বাবার বুকপকেটে মেয়ের ছবি, কোথাও যদি একবার দেখা মিলে যায়..
advertisement
কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। বাইক ও তার আরোহীকে আটক করেছে পুলিশ।
Annanya Dey
Location :
West Bengal
First Published :
June 05, 2023 9:15 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: দোকানে গিয়ে আর বাড়ি ফেরা হল না! বাড়ির বাইরে পা রাখতেই সব শেষ