TRENDING:

Alipurduar News: কালচিনি চা বাগানের গুদামলাইন থেকে উদ্ধার হল বিশালাকার অজগর, দেখে নিন

Last Updated:

কালচিনি চা বাগানের গুদামলাইন এলাকা থেকে শুক্রবার সকালে এক আট ফুট লম্বা অজগর উদ্ধার করল বনদফতর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: কালচিনি চা বাগানের গুদামলাইন এলাকা থেকে শুক্রবার সকালে এক আট ফুট লম্বা অজগর উদ্ধার করল বন দফতর। এদিন এলাকার একটি গাছে বিশালাকার অজগর দেখতে পান এলাকার বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে কালচিনি পুলিশ ও বনদফতরের হ‍্যামিল্টণগঞ্জ রেঞ্জের বনকর্মীরা এসে পৌঁছায়। বনকর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় অজগরটি উদ্ধার করে।এই অজগরটি সুস্থ থাকলে আজ অথবা আগামীকাল জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এটিকে।বিশালাকার অজগর দেখতে ভীড় জমে যায় এলাকায়।
কালচিনি গুদামলাইন থেকে অজগর উদ্ধার
কালচিনি গুদামলাইন থেকে অজগর উদ্ধার
advertisement

এর আগেও কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগান থেকে ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার করে হ‍্যামিল্টণগঞ্জ রেঞ্জ। চুয়াপাড়া চা বাগানে ২১ নং সেকশনে সকালে কাজ করছিলেন শ্রমিকরা।সেই সময় চা বাগানের নালায় এই অজগরটি দেখতে পান শ্রমিকরা।খবর দেওয়া হয় বনদফতরের হ্যামিল্টনগঞ্জের বনকর্মীদের।এরপর বনকর্মীরা এসে নালা থেকে ১৩ লম্বা অজগর উদ্ধার করে। অজগরটি দেখতে আশেপাশের মানুষেরা ভিড় জমায়।অজগরটি সুস্থ থাকায় বন দফতরের পক্ষ থেকে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন - Coochbehar News: দিনহাটায় চলছে জন্মাষ্টমীর মেলা, চোখ টানছে খাবারের দোকান

সম্প্রতি ফালাকাটাতেও দেখা মিলেছিল অজগরের। ঘুম থেকে উঠেই গৃহস্থের বাড়ির উঠোনে দর্শন মেলে বিশালাকার অজগরের।এরপরেই আতঙ্ক ছড়িয়ে পরে ফালাকাটার ধুলাগাঁও এলাকাতে।অজগর দেখতে ভিড় জমে এলাকাবাসীদের।

আরও পড়ুন - Bank Holidays September: এখনই জেনে নিন কবে কবে যাবেন না ব্যাঙ্কে, ১২ দিনের বেশি বন্ধ থাকছে বন্ধ

advertisement

রথীন্দ্রনাথ রায়ের বাড়িতে সকাল থেকেই এলাকাবাসীদের ভিড় লক্ষ্য করা যায়।অজগর সাপের খোঁজ পেতে ধুলাগাঁও-এর পাশের এলাকা থেকেও মানুষ ভীড় জমান। রথীন্দ্রনাথ রায় পেশায় একজন জেলে।মাছধরার জাল তার বাড়িতে মজুত থাকে সবসময়।এই মাছের জালে বিশালাকার অজগর জড়িয়ে যাবে তা তার জানা ছিল না।

সকালে ঘুম থেকে উঠে যে যার কাজে ব্যস্ত হবেন সেসময় রথীন্দ্রনাথ রায় তার ছেলের বৌয়ের চিৎকার শুনতে পান। দৌড়ে উঠোনে গিয়ে দেখেন মাছের জালে আটকে রয়েছে বিশালাকারের অজগর।খবর চাউর হতে এলাকাবাসীরা সেস্থানে চলে আসে।

advertisement

এরপর রথীন্দ্রনাথ রায় বন দফতরের মাদারিহাট রেঞ্জে খবর দেন। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কোথা থেকে ওই অজগর লোকালয়ে এল সেটা নিয়ে নিশ্চিত কিছুই বলতে পারছেন না তারা। খবর পেয়ে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।এরপরেই ভিড় সরানোর কাজে তারা হাত লাগান।পরবর্তীতে অজগরটি উদ্ধার করে তারা নিয়ে যান।জানা গিয়েছে অজগরটি আট ফুট লম্বা।বনকর্মীদের অনুমান এলাকায় মুরগির ফার্ম রয়েছে।এই মুরগি খাবার লোভে অজগরটি এসেছিল।অজগরটি সুস্থ থাকায় পরবর্তীতে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

advertisement

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কালচিনি চা বাগানের গুদামলাইন থেকে উদ্ধার হল বিশালাকার অজগর, দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল