#দিনহাটা: কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শহরে বসেছে জন্মাষ্টমীর মেলা। আর এই ঐতিহ্যবাহী মেলায় ভিড় জমাচ্ছেন দিনহাটা শহরের বাসিন্দারা। দিনহাটা শহরবাসীর পাশাপাশি ভিড় জমাচ্ছেন বাইরের প্রচুর পর্যটকেরাও। তবে এই মেলায় শুধুমাত্র জিনিসপত্রের দোকান বসেনি, বসেছে বিভিন্ন রকমের খাবারের দোকান। তবে এই মেলায় এখনো পর্যন্ত মানুষের ভিড় সেরকম খুব একটা চোখে পড়ছে না। তবে মেলায় বসা দোকানদারদের অধিকাংশ বক্তব্য, "মেলা এখনো কিছুটা দিন বাকি রয়েছে। তাই মানুষেরা মেলায় আসবেন।"
জন্মাষ্টমীর মেলার মাঠের গুগল ম্যাপ লিঙ্ক:https://maps.app.goo.gl/xJRnTBvpNbgmkD7DA
আলিপুরদুয়ার থেকে আসা এক মহিলা পর্যটক পম্পা বণিক বলেন, "মেলায় প্রচুর দোকান বসেছে। এবং মেলায় আসতে পেরে বেশ ভালো লাগছে। তবে আশা করছি মেলায় আরো ভিড় বাড়বে। আমি গত কয়েক বছর এই মেলায় আসতে পারিনি। বহুদিন বাদে আবার এই মেলায় আসার সুযোগ পেয়েছি।" দিনাটার এক স্থানীয় বাসিন্দা পারমিতা দাস বলেন, "মেলায় আসতে তো দারুণ লাগে। দিনহাটা শহরের এই মেলা থেকে প্রচুর জিনিসপত্র কিনে থাকি প্রতিবছর। এবছরও বহু জিনিস কেনার ইচ্ছে রয়েছে। তবে আজকেই প্রথম এবারের মেলায় আসলাম।"
আরও পড়ুন - ছুটিতে ব্যাংকক থাইল্যান্ড যাওয়ার বিশেষ সুযোগ, চালু হচ্ছে নতুন দুটি উড়ান
মহকুমা শহর দিনহাটার বুকে ঐতিহ্যবাহী এই জন্মাষ্টমীর মেলায় প্রতিবছর সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। তবে বিগত দু'বছর করোনার প্রভাবের কারণে মেলা সে রকম ভাবে অনুষ্ঠিত হয়নি। দুই বছর বাদে এই বছর সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে মেলা আবার করা হচ্ছে। এই মেলায় শুধুমাত্র দিনহাটা শহরের মানুষেরাই নয় কোচবিহারের অন্যান্য বিভিন্ন এলাকা থেকে মানুষ এবং বাইরে থেকেও প্রচুর মানুষেরা ভিড় জমান। তবে এই মেলায় এখন পর্যন্ত সেরকম ভিড় চোখে না পড়ায়। সামান্য হলেও চিন্তায় রয়েছেন মেলায় দোকান নিয়ে বসা বিভিন্ন ব্যবসায়ীরা।
আরও পড়ুন - Extramarital Affair: দেওরের সঙ্গে বাঁধ ভাঙা প্রেম, নিজের স্বামীকে হত্যা করার চরম প্ল্যান
মেলায় দোকান নিয়ে বসা এক জিলিপি ব্যবসায়ী তপন ঘোষ জনান, "মেলা কদিন হল শুরু হয়েছে, তাই এখনো মেলায় সেরকম খুব একটা ভিড় চোখে পড়ছে না। তবে মেলায় ভিড় বাড়বে বলে মনে হচ্ছে। এখনো পর্যন্ত ভিড় কম থাকার কারণে বিক্রির অবস্থা খুব একটা ভাল নেই। প্রতিদিনের দোকান খরচাই ঠিক মত উঠছে না।"
Sarthak Panditনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coochbehar, Janmashtami 2022