তার প্রাপ্ত নম্বর ৬৯০। বাংলাঃ ৯৫ ইংরেজিঃ ১০০ অঙ্কঃ ১০০ ভৌতবিজ্ঞানঃ ১০০ জীবন বিজ্ঞানঃ ৯৯ ইতিহাসঃ ৯৬ ভূগোলঃ ১০০ নম্বর পেয়েছে সে। করোনা পরিস্থিতি পেরিয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হওয়ায় খুশি অভীক। তার মতে পরীক্ষা অফলাইনে হলেই তার সঠিক মুল্যায়ন হয়। মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে পরীক্ষা অনলাইনে হবে এমন রব উঠেছিল পড়ুয়া মহলে।
advertisement
আরও পড়ুনঃ ভারী বর্ষণে জলের তোড়ে ভেসে গেল নদীর উপর বাঁশের সাঁকো!
মনটা খারাপ হয়ে গিয়েছিল অভীকের। তারপর মাধ্যমিক পরীক্ষা অফলাইনের সিদ্ধান্তে সরকারি শীলমোহর পড়তে মন আনন্দে ভরে ওঠে অভীকের। প্রস্তুতি শুরু হয় জোরকদমে। দিনে সাত ঘন্টা পড়াশুনো। আর বাকি সময়টা ক্রিকেটার বিরাট কোহলির সেরা ম্যাচ ইউটিউবে দেখে সময় কাটত অভীকের। আবার কোনো সময় রহস্য গল্প পড়েই মন হালকা করত অভীক।
আরও পড়ুনঃ ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলল কালচিনি ব্লকে, এলাকায় ঘুরে তড়িঘড়ি ব্যবস্থা প্রশাসনের
পাঁচটি বিষয়ের জন্য টিউশন থাকলেও অঙ্ক ও ভৌতবিঞ্জান বাবার কাছে পড়ত অভীক। শুধু পাঠ্য বই নয় অঙ্ক ও ভৌতবিঞ্জানের জন্য অন্যান্য রেফারেন্স বই পড়তে ভালোবাসে অভীক। প্রথম থেকেই দুটো বিষয়ের প্রতি ভালোবাসা অভীকের।
Ananya Dey