North Bengal News: ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলল কালচিনি ব্লকে, এলাকায় ঘুরে তড়িঘড়ি ব্যবস্থা প্রশাসনের
- Published by:Pooja Basu
Last Updated:
আলিপুরদুয়ার জেলার মধ্যে ডেঙ্গু প্রবণ এলাকা কালচিনি ব্লক।শহরের পর কালচিনি ব্লকে সম্প্রতি মিলেছে ডেঙ্গু আক্রান্তের হদিশ।যার ফলে আতঙ্কিত সাধারণ মানুষ।
#আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার মধ্যে ডেঙ্গু প্রবণ এলাকা কালচিনি ব্লক।শহরের পর কালচিনি ব্লকে সম্প্রতি মিলেছে ডেঙ্গু আক্রান্তের হদিশ।যার ফলে আতঙ্কিত সাধারণ মানুষ। কালচিনি ব্লক প্রশাসন ডেঙ্গুরোধে তৎপর ভূমিকা গ্রহণ করেছে।
কালচিনি ব্লক স্বাস্থ্য দফতর সংক্রমিত এলাকা সহ ব্লকের বিভিন্ন জায়গায় পরিষ্কার ও স্প্রে করার কাজ শুরু করেছে।2019 সালে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু কালচিনি ব্লকে।কালচিনি ব্লকে আক্রান্তের সংখ্যা ছিল 2228 জন।জেডিএ এলাকাতেই 2200 জন আক্রান্ত হয়েছিল।দুজনের মৃত্যু হয় জয়গাঁতে।2020 তে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে 21 জনে।2021 সালে 63 জন ডেঙ্গু আক্রান্তের হদিশ মেলে কালচিনি ব্লকে।2022 সালে যাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি না পায় সেদিকে কড়া নজর রাখছে ব্লক প্রশাসন।এছাড়াও রাজ্য সরকারের ভেক্টর কন্ট্রোল প্রোগ্রাম-এর কাজ চলছে ব্লকের প্রতিটি প্রান্তে।মনে করা হচ্ছে 2020 সালে লকডাউনের কারণে ভুটানগেট বন্ধ থাকায় ডেঙ্গু কম ছড়িয়েছিল কালচিনি ব্লকে।2021 সালেও ভুটানগেট বন্ধ থাকায় কালচিনি ব্লকে সেভাবে প্রকোপ বাড়েনি ডেঙ্গুর।একটি আক্রান্তের খোঁজ মিলতে এবছর এই সংখ্যা আর বাড়তে দিতে চায়না কালচিনি ব্লক স্বাস্থ্য দফতর।
advertisement
এই বিষয়ে কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার বলেন,আলিপুরদুয়ার শহরের কালচিনি ব্লকে এই প্রথম ডেঙ্গুর ঘটনা। কালচিনি চৌপাতির কাছে এলাকার এক 17 বছর বয়সী কিশোরী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুদিন আগে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছে।বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।জানা যায়,ওই রোগী কয়েকদিন আগে জ্বর নিয়ে হাসপাতালে এসেছিলেন, ওই সময় তার ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তার কয়েকদিন পর আলিপুরদুয়ারে ওই রোগীর পরীক্ষা করানো হলে সেখানে তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।ব্লকের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
advertisement
advertisement
প্রতিবেদন: অনন্যা দে
Location :
First Published :
June 03, 2022 4:24 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
North Bengal News: ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলল কালচিনি ব্লকে, এলাকায় ঘুরে তড়িঘড়ি ব্যবস্থা প্রশাসনের