
পুরো নাম: কান্নৌর লোকেশ রাহুল
জন্ম: ১৮ এপ্রিল ১৯৯২
উচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চি (১. ৮০ মিটার)
জাতীয়তা: ভারতীয়
ক্রীড়াবিদ: ডান-হাতি ব্যাটসম্যান
পিতা – ড. কেএন লোকেশ
মাতা – রাজেশ্বরী লোকেশ
কর্নাটকের ম্যাঙ্গালুরুতে জন্মেছিলেন কেএল রাহুল। রাহুলের বাবা কর্নাটকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন অধ্যাপক এবং তার মা ম্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা। তাঁর একটি ছোট বোন রয়েছে, যাঁর নাম ভাবনা।
কেরিয়ারের সূচনা:
কেএল রাহুল হলেন একজন ভারতীয় ক্রিকেটার। ২০১০-১১ মরসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল কেএল রাহুলের। একই বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১৪-১৫ রঞ্জি ট্রফিতে নয়টি ম্যাচ খেলেছিলেন রাহুল।
আন্তর্জাতিক কেরিয়ার:
২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে অভিষেক হয় কেএল রাহুলের। তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান, যিনি অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছেন। এ-ভাবেই রেকর্ড গড়েছিলেন রাহুল। ২০১৯ সালে একটি টক-শোতে করা মন্তব্যের জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সাসপেন্ড করেছিল তাঁকে। এর দুই সপ্তাহ পরে অবশ্য তুলে নেওয়া হয় সেই নিষেধাজ্ঞা। ২০১৯ আইসিসি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডে রাখা হয়েছিল রাহুলকে।
ঘরোয়া সার্কিটে ভালো পারফরমেন্সের কারণে ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলে জায়গা পেয়ে যান তিনি। বক্সিং ডে টেস্ট ম্যাচে তাঁর অভিষেক হয়। এই ম্যাচে রাহুল ভালো খেলতে পারেননি। এর পরেই তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। আবার ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন কেএল রাহুল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০১৬ সালে সেঞ্চুরি করে নতুন একটি রেকর্ড তৈরি করেন রাহুল।
কেএল রাহুল ২০১৬ সালে জিম্বাবোয়ে সফরে তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক টি২০ খেলেন। ওই একই বছরে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টি২০ ম্যাচে মাত্র ৪৬ বলে ১১০ রান করে (অপরাজিত) সেঞ্চুরি করেন। এটি ছিল ভারতীয় খেলোয়াড়দের মধ্যে দ্রুততম এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
আইপিএল কেরিয়ার:
প্রথম বার আইপিএল দলের মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর হয়ে খেলেছিলেন তিনি। ২০১৪ আইপিএলের জন্য সানরাইজার্স হায়দরাবাদ কিনে নিয়েছিল তাঁকে। কিন্তু দুই বছর পরে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে প্রত্যাবর্তন করেন কেএল রাহুল। এর পর কাঁধে চোট পাওয়ার কারণে ২০১৭ সালের আইপিএল খেলতে পারেননি রাহুল। ২০১৮ সালে আবার কিংস ইলেভেন পঞ্জাব দলের হয়ে খেলেন তিনি। এর পর ২০২২ সালের মেগা নিলামে নতুন দল লখনউ সুপার জায়ান্টস কেএল রাহুলকে কিনে নেয়। আর লখনউয়ের দলে অধিনায়ক হিসেবে আইপিএল খেলেন তিনি। এর আগেও অবশ্য পঞ্জাব দলের অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি।
রেকর্ড:
২০১৮ সালে উইজডেন ইন্ডিয়া অ্যালমান্যাকের ষষ্ঠ সংস্করণে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে পুরস্কৃত করা হয় কেএল রাহুল-কে।








