KL Rahul Toss Tricks: ২০২৩ -র পর প্রথমবার টসে জিতল ভারত, ভাঙল হারের চক্র, কেএল রাহুল সিক্রেট বলে দিলেন, রইল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KL Rahul Toss Tricks: দেখে নিন ভিডিওতে কীভাবে টস করে জিতলেন কেএল রাহুল
বিশাখাপত্তনম: টসের হারের পর হার, সেই ধাক্কা! ২ বছর ২০ ম্যাচ পর, ভারত অবশেষে একদিনের আন্তর্জাতিকে টস জিতেছে। বিশাখাপত্তনমে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে কেএল রাহুল তাঁর বাঁহাত দিয়ে কয়েন টস করেন৷ কয়েন ফ্লিপ করার মাধ্যমে একটা বড় হারের অধ্যায়ে ফুলস্টপ দিলেন৷ টস জেতার পর কেএল রাহুল হাত দিয়ে সেলিব্রেট করেন৷ মজা করে ওঠেন তিনি। ভারতীয় অধিনায়ক পরে বোলিং কোচ মরনি মরকেলকে তাঁর ট্রিক্স ব্যাখ্যা করার সঙ্গে সঙ্গে ফ্যানরাও উচ্ছ্বসিত হয়ে ওঠে।
শনিবারের আগে, ভারত টানা ২০টি ওয়ানডেতে টস হেরেছে, যার চান্স ০.০০০০৯৫%। ভারত শেষবার টস জিতেছিল ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালের সময়। তারপর থেকে, ভারতের ৩ জন অধিনায়ক টস করে নিয়েছেন৷ যার মধ্যে রাহুল অবশেষে রান শেষ করেছেন। ভারত এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে প্লেয়িং ইলেভেনে একটি পরিবর্তন এনেছেন, ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে তিলক ভার্মাকে দলে নেওয়া হয়েছে।
advertisement
🚨 Toss 🚨#TeamIndia have won the toss and elected to field first.
Updates ▶️ https://t.co/HM6zm9o7bm#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/vYNPSa1iKF
— BCCI (@BCCI) December 6, 2025
advertisement
Here’s a look at #TeamIndia‘s Playing XI for the series decider 🙌
Updates ▶️ https://t.co/HM6zm9o7bm#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/SAeo0okUT8
— BCCI (@BCCI) December 6, 2025
advertisement
আরও পড়ুন – Sachin Son Arjun: অদ্ভুত রেকর্ড! বাবা সচিন করতে পারেননি, অর্জুন করে দেখালেন, ছেলের কামালে খুশি তেন্ডুলকর
এদিন টসে জিতে যাওয়ায় ক্যাম্পেও ছিল খুশির হাওয়া৷ হর্ষিত রানা পাশে সেলিব্রেট করেন৷ অর্শদীপ সিং এবং ঋষভ পন্থও মজার দিকটি দেখেছিলেন যখন ভারত ২১টি ম্যাচ বাদে প্রথম টস জিতেছিল।
advertisement
ইন্ডিয়া প্লেয়িং ইলেভেন: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল, তিলক ভার্মা, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2025 2:16 PM IST

