KL Rahul Toss Tricks: ২০২৩ -র পর প্রথমবার টসে জিতল ভারত, ভাঙল হারের চক্র, কেএল রাহুল সিক্রেট বলে দিলেন, রইল ভিডিও

Last Updated:

KL Rahul Toss Tricks: দেখে নিন ভিডিওতে কীভাবে টস করে জিতলেন কেএল রাহুল

ভারত বনাম দক্ষিণ  আফ্রিকা তৃতীয় ম্যাচে টসে জিতল ভারত
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ম্যাচে টসে জিতল ভারত
বিশাখাপত্তনম: টসের হারের পর হার, সেই ধাক্কা! ২ বছর ২০ ম্যাচ পর, ভারত অবশেষে একদিনের আন্তর্জাতিকে টস জিতেছে। বিশাখাপত্তনমে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে কেএল রাহুল তাঁর বাঁহাত দিয়ে কয়েন টস করেন৷ কয়েন ফ্লিপ করার মাধ্যমে একটা বড় হারের অধ্যায়ে ফুলস্টপ দিলেন৷  টস জেতার পর কেএল রাহুল হাত দিয়ে সেলিব্রেট করেন৷ মজা করে ওঠেন তিনি। ভারতীয় অধিনায়ক পরে বোলিং কোচ মরনি মরকেলকে তাঁর ট্রিক্স ব্যাখ্যা করার সঙ্গে সঙ্গে ফ্যানরাও উচ্ছ্বসিত হয়ে ওঠে।
শনিবারের আগে, ভারত টানা ২০টি ওয়ানডেতে টস হেরেছে, যার চান্স ০.০০০০৯৫%। ভারত শেষবার টস জিতেছিল ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালের সময়। তারপর থেকে, ভারতের ৩ জন অধিনায়ক টস করে নিয়েছেন৷ যার মধ্যে রাহুল অবশেষে রান শেষ করেছেন। ভারত এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে প্লেয়িং ইলেভেনে একটি পরিবর্তন এনেছেন, ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে তিলক ভার্মাকে দলে নেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
এদিন টসে জিতে যাওয়ায় ক্যাম্পেও ছিল খুশির হাওয়া৷  হর্ষিত রানা পাশে সেলিব্রেট করেন৷  অর্শদীপ সিং এবং ঋষভ পন্থও মজার দিকটি দেখেছিলেন যখন ভারত ২১টি ম্যাচ বাদে প্রথম টস জিতেছিল।
advertisement
ইন্ডিয়া প্লেয়িং ইলেভেন: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল, তিলক ভার্মা, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KL Rahul Toss Tricks: ২০২৩ -র পর প্রথমবার টসে জিতল ভারত, ভাঙল হারের চক্র, কেএল রাহুল সিক্রেট বলে দিলেন, রইল ভিডিও
Next Article
advertisement
বিপদের দিনে প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থানে কেন্দ্র
এখনও প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর কেন্দ্র
  • ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে বিভিন্ন রুটে ভাড়া বেড়ে যাওয়ায় কেন্দ্র কঠোর পদক্ষেপ নিয়েছে.

  • যাত্রীস্বার্থ সুরক্ষায় ভাড়া-সীমা কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক.

  • মুম্বইয়ে ১০৯ ও দিল্লিতে ৮৬টি উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে.

VIEW MORE
advertisement
advertisement