IND vs SA: ফের অধিনায়ক রোহিত শর্মা? ওডিআই সিরিজে বড় সিদ্ধান্তের সামনে বোর্ড! বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA ODI Series: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর থেকে। তার আগে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকে।
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর থেকে। এই সিরিজকে সামনে রেখে আলোচনার কেন্দ্রে রয়েছেন দুই তারকা ক্রিকেটার—রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে দলের ভিতরে একাধিক চোট-সমস্যা নির্বাচকদের কাজকে বেশ কঠিন করে তুলেছে। রবিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনী বৈঠকে ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
ইতিমধ্যেই প্রধান নির্বাচক অজিত আগারকার, নির্বাচক আরপি সিং ও বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া গুয়াহাটিতে পৌঁছে গিয়েছেন। দ্বিতীয় দিনের খেলা শেষে তারা বৈঠকে বসবেন এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একাধিক মূল ক্রিকেটার চোটের কারণে অনিশ্চিত অবস্থায় থাকায় এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
advertisement
শুভমান গিল প্রথম টেস্টে ঘাড়ে ইনজুরির পর এখনও পুরোপুরি সেরে ওঠেননি। চিকিৎসকদের পরামর্শে তিনি অতিরিক্ত বিশ্রাম নিচ্ছেন এবং আগামী সপ্তাহে তার চোটের পুনরায় পরীক্ষা করা হবে। বিসিসিআই সূত্র নিশ্চিত করেছে যে, গিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডেতে নির্বাচনের জন্য উপলব্ধ থাকছেন না, তবে ৯ ডিসেম্বর শুরু হতে যাওয়া টি২০ সিরিজে খেলবেন কিনা সে নিয়েও রয়েছে ধোঁয়াশা।
advertisement
advertisement
advertisement
advertisement
