KL Rahul: রাহুলের প্রশংসায় পঞ্চমুখ শাস্ত্রী, বড় কথা বলে দিলেন প্রাক্তন ভারতীয় কোচ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KL Rahul: নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের তারকা ব্যাটার কেএল রাহুলের অসাধারণ সেঞ্চুরির পর তার প্রশংসায় মুখর হয়েছেন প্রাক্তন ভারতীয় প্রধান কোচ রবি শাস্ত্রী ও ধারাভাষ্যকার ইয়ান স্মিথ।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের তারকা ব্যাটার কেএল রাহুলের অসাধারণ সেঞ্চুরির পর তার প্রশংসায় মুখর হয়েছেন প্রাক্তন ভারতীয় প্রধান কোচ রবি শাস্ত্রী ও ধারাভাষ্যকার ইয়ান স্মিথ। বুধবার ম্যাচে রাহুল নিজের অষ্টম ওয়ানডে শতরান হাঁকান এবং কঠিন পরিস্থিতিতে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভারতের ইনিংস যখন চাপে, ঠিক তখনই দায়িত্ব নিয়ে ব্যাট হাতে দৃঢ়তা ও আত্মবিশ্বাসের পরিচয় দেন তিনি।
ভারতীয় দল একসময় ১১৮ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে। বিরাট কোহলির আউটের পর পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। পিচ মন্থর হয়ে আসছিল, বলও ছিল পুরোনো ও নরম। এমন অবস্থায় ব্যাট করা সহজ ছিল না। ঠিক তখনই ক্রিজে নামেন কেএল রাহুল এবং তার সঙ্গী হিসেবে ছিলেন রবীন্দ্র জাদেজা। দু’জনই শূন্য রান থেকে ইনিংস শুরু করেন এবং ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন। তাদের গড়া জুটিই ভারতের ইনিংসের ভিত গড়ে দেয়।
advertisement
রবি শাস্ত্রী রাহুলের ইনিংসের ভূয়সী প্রশংসা করে বলেন, এই ইনিংসের পুরো কৃতিত্ব রাহুলের প্রাপ্য। পাঁচ নম্বরে নেমে যেভাবে তিনি পরিস্থিতি বুঝে ব্যাট করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। শাস্ত্রীর মতে, শুরুতে সাবধানী থাকলেও ৩০–৪০ রানের পর রাহুল নিজের স্বাভাবিক ছন্দে ফিরে যান এবং একের পর এক দারুণ শট খেলতে থাকেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: অতীতের সব নজির ভেঙে দিলেন, প্রথম ম্যাচেই বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর
ইয়ান স্মিথও রাহুলকে একজন পরিণত ও বুদ্ধিমান ক্রিকেটার হিসেবে আখ্যা দেন। তার মতে, রাহুল বিভিন্ন ব্যাটিং পজিশনে খেলার অভিজ্ঞতা থেকে জানেন কখন ধীরে খেলতে হবে আর কখন গতি বাড়াতে হবে। প্রায় ৩০ ওভার ব্যাট করে রাহুল ৯২ বলে অপরাজিত ১১২ রান করেন, যেখানে ছিল ১২টি চার ও একটি ছক্কা। তার এই ইনিংসই ভারতের জন্য ম্যাচে বড় ভূমিকা রাখে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2026 8:39 PM IST









