KL Rahul: লর্ডসে সেঞ্চুরি করে নয়া ইতিহাস গড়লেন কেএল রাহুল, যা নেই কোনও ভারতীয় ক্রিকেটারের!

Last Updated:

KL Rahul Scored Century At Lords:লর্ডস টেস্টের তৃতীয় দিনেও ইংল্যান্ডের চোখে চোক রেখে সমানে সমানে লড়াই দিল ভারতীয় দল। প্রথম ইনিংসে দুই দলেরই স্কোর ৩৮৭ রান। তৃতীয় দিনে ভরতের ব্যাটিংয়ে নজর কাড়েন কেএল রাহুল, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা।

(Photo-AP)
(Photo-AP)
লর্ডস টেস্টের তৃতীয় দিনেও ইংল্যান্ডের চোখে চোক রেখে সমানে সমানে লড়াই দিল ভারতীয় দল। প্রথম ইনিংসে দুই দলেরই স্কোর ৩৮৭ রান। যা খুব একটা দেখা যায় না। তৃতীয় দিনে ভরতের ব্যাটিংয়ে নজর কাড়েন কেএল রাহুল, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। তবে কেএল রাহুলের কথা আলাদা করে বলতেই হবে। ইংল্যান্ড সফরে ব্যাটিংয়ে নিজের ফর্ম ধরে রাখারা পাশাপাশি অনব্য সেঞ্চুরি করেন লর্ডসে। একই সঙ্গে এমন এক রেকর্ড গড়লেন যা কোনও ভারতীয় ওপেনারের নেই।
কেএল রাহুল কঠিন পরিস্থিতিতে ভারতীয় দলের জন্য ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন লর্ডসে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনে তিনি দুর্দান্ত একটি সেঞ্চুরি করেন। এটি রাহুলের টেস্ট কেরিয়ারের দশম সেঞ্চুরি। তিনি ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় দলের ইনিংস সামলান। দুজনে ১৪১ রানের পার্টনারশিপ গড়েন।
কেএল রাহুল এই সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন। এক ওভারেই তিনি টানা তিনটি চার মেরে নিজের মনোভাব স্পষ্ট করে দেন। তিনি ১৭৬ বলে শতরান সম্পূর্ণ করেন এবং এই ইনিংসে মোট ১৩টি চার মারেন। ইংল্যান্ডে এটি রাহুলের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। একজন ওপেনার হিসেবে এই কৃতিত্ব অর্জনকারী তিনিই প্রথম ভারতীয় ওপেনার। এদিন কেএ রাহুলের ক্লাসিক ব্যাটিং প্রশংসিত হচ্ছে সর্বত্র।
advertisement
advertisement
প্রসঙ্গত, ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৭ রান করে। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ৫টি উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে ভারতীয় দলের হয়ে কেএল রাহুলের ১০০ রানের ইনিংস ছাড়াও ঋষভ পন্থ ৭৪ ও রবীন্দ্র জাদেজা ৭২ রানের ইনিংস খেলেন। ভারতের প্রথম ইনিংসও শেষে হয় ৩৮৭ রানে। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২ রান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KL Rahul: লর্ডসে সেঞ্চুরি করে নয়া ইতিহাস গড়লেন কেএল রাহুল, যা নেই কোনও ভারতীয় ক্রিকেটারের!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement