IND vs ENG: ম্যাঞ্চেস্টারে ইতিহাস গড়লেন কেএল রাহুল ও শুভমান গিল! জেনে নিন বিস্তারিত

Last Updated:

IND vs ENG 4th Test 4th Test: ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমান গিল এবং কেএল রাহুল ম্যাঞ্চেস্টার টেস্টের চতুর্থ দিনে ইতিহাস গড়লেন। বিদেশের মাটিতে টেস্ট সিরিজে ৫০০-র বেশি রান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটিং জুটি হিসেবে নাম তুললেন ইতিহাসের পাতায়।

(Photo-AP)
(Photo-AP)
ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমান গিল এবং কেএল রাহুল ম্যাঞ্চেস্টার টেস্টের চতুর্থ দিনে ইতিহাস গড়লেন। বিদেশের মাটিতে টেস্ট সিরিজে ৫০০-র বেশি রান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটিং জুটি হিসেবে নাম তুললেন ইতিহাসের পাতায়। শনিবার, ২৬ জুলাই ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের হয়ে তৃতীয় উইকেটে ১৭৪ রানের দুর্দান্ত জুটি গড়েন শুভমান গিল এবং কেএল রাহুল। এর মাধ্যমে তাঁরা এক ভয়াবহ বিপর্যয় থেকে দলকে রক্ষা করেন এবং একইসঙ্গে ভারতীয় টেস্ট ইতিহাসে জায়গা করে নেন।
দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শন কোনো রান না করেই আউট হয়ে গেলে, গিল (৭৮*, ১৬৭ বল) এবং রাহুল (৮৭*, ২১০ বল) ধৈর্যের সঙ্গে ইনিংস গড়েন এবং ইংল্যান্ডের ৩১১ রানের বিশাল লিড কাটিয়ে ওঠার পথ দেখান। এর আগে ইংল্যান্ড ৬৬৯ রানে অলআউট হয়ে যায়, অধিনায়ক বেন স্টোকসের দুরন্ত ১৪১ রানের ইনিংস খেলেন চতুর্থ দিনে।
advertisement
গিল ও রাহুল আরও আক্রমণাত্মক হতে পারতেন ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার লিয়াম ডসনের বিরুদ্ধে। কিন্তু তাঁরা ধৈর্যের সঙ্গে খেলে পেসারদের বিরুদ্ধে কিছু চোখ ধাঁধানো ড্রাইভ খেলেন।বএই জুটির ইনিংস শুধু ভারতের সম্ভাব্য ড্র-র আশা বাঁচিয়ে রাখেনি, বরং তাঁদের নাম ইতিহাসের পাতায়ও তুলেছে।
advertisement
এই সিরিজে গিল ৪ ম্যাচে ৯৯.৫৭ গড়ে ৬৯৭ রান করেছেন। অন্যদিকে রাহুল ৭২.৫৭ গড়ে ৫০৮ রান করেছেন। গাভাসকরের পর রাহুলই দ্বিতীয় ভারতীয় ওপেনার যিনি বিদেশের মাটিতে এক টেস্ট সিরিজে ৫০০-র বেশি রান করলেন। ভারতের ইতিহাসে দ্বিতীয়বার যেখানে এক বিদেশি সিরিজে দুই ব্যাটার ৫০০+ রান করলেন। এর আগে ১৯৭০-৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুনীল গাভাসকর এবং দিলীপ সরদেশাই মিলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। সেই সিরিজে ভারত ১-০ ব্যবধানে জিতেছিল এবং গাভাসকর-সরদেশাই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।
advertisement
রাহুল আরও একটি কৃতিত্ব অর্জন করেছেন। তিনি গাভাসকরের (১৯৭৯ সালে ৫৪২ রান) পর দ্বিতীয় এশিয়ান ওপেনার, যিনি ইংল্যান্ডে এক টেস্ট সিরিজে ৫০০-র বেশি রান করলেন। সেইসঙ্গে তিনি ২১শ শতকে ইংল্যান্ডে ৫০০+ রান করা প্রথম বিদেশি ওপেনার, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের পর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ম্যাঞ্চেস্টারে ইতিহাস গড়লেন কেএল রাহুল ও শুভমান গিল! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement