বৈচিত্র্যময় পুরুলিয়া জেলা জঙ্গলমহলের অন্যতম লাল মাটির। এই জেলা সমৃদ্ধ হয়েছে লোকোসংস্কৃতির মধ্যে দিয়ে। পুরুলিয়ার লোকশিল্পের অন্যতম অংশ ছৌ, ঝুমুর, টুসু, ভাদু। ছৌ-এর হাত ধরে দেশে-বিদেশে সর্বত্র পুরুলিয়ার নাম ছড়িয়ে গিয়েছে। এই জেলায় একাধিক পর্যটন কেন্দ্র রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এছাড়াও রয়েছে জয়চন্ডী পাহাড়, বরন্তি লেক, পারডি ড্যাম, পাখি পাহাড়, মরগুমা জলাধার সহ আরও নানান ভ্রমণস্থল। পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় খাবার ভাবরা ভাজা, এছাড়াও রয়েছে নিকুতি, মন্দিরা, দরবেশ।
RG Kar Case Sanjay Rai: আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের ভাগ্নির দেহের ময়নাতদন্ত সম্পন্ন হল। ময়নাতদন্তের রিপোর্টে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।
ধর্মতলা থেকে সরকারি বেসরকারি বিভিন্ন বাস পরিষেবা রয়েছে কলকাতা থেকে পুরুলিয়া আসার জন্য।
পুরুলিয়া আসার জন্য হাওড়া থেকে নিয়মিত চলে দুটি ট্রেন। এছাড়াও আরও তিনটি ট্রেন রয়েছে সাপ্তাহিকভাবে।