Alipurduar Railway News: শিলিগুড়ি বা হাওড়া যেতে হবে না আর! বেঙ্গালুরু, মুম্বইগামী ট্রেন চলবে আলিপুরদুয়ার থেকে! কবে থেকে পাবেন সুবিধে?
- Reported by:Annanya Dey
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
এবারে দক্ষিণ ভারতগামী ট্রেনের জন্য শিলিগুড়ি, হাওড়া যেতে হবে না আলিপুরদুয়ারবাসীকে। ভারতীয় রেলের পক্ষ থেকে বেঙ্গালুরু এবং মুম্বই যাওয়ার জন্য দুটি ট্রেন দেওয়া হল আলিপুরদুয়ার ডিভিশনে। আলিপুরদুয়ার জংশন থেকে চলবে এই দুটি ট্রেন। এর মধ্যে একটি অমৃত ভারত এক্সপ্রেস রয়েছে।
advertisement
advertisement
বন্দে ভারতের পরে বাজেট-বান্ধব এবং আরামদায়ক বিকল্প হিসেবে তৈরি, অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি। কম খরচে দীর্ঘ দূরত্বের ভ্রমণের উপর জোর দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। রেলওয়ে বোর্ড কর্তৃক প্রকাশিত সময়সূচী অনুসারে, সাপ্তাহিক ট্রেনটি প্রতি শনিবার বেঙ্গালুরুর স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল থেকে যাত্রা শুরু করবে এবং সোমবার আলিপুরদুয়ারে পৌঁছাবে।
advertisement
advertisement







