Bhaskar Pandit Unfinished Durga Puja: বেগতিক অবস্থা দেখে ভাস্কর পণ্ডিত নিজের অসমাপ্ত দুর্গাপুজো ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। কথিত আছে, দেবীমূর্তি যাতে অপবিত্র না হয়, তাই বিদায়ের সময় তিনি সেই দুর্গামূর্তি ভাগীরথীর জলে বিসর্জন দেন। অসমাপ্ত অবস্থাতেই শেষ হয় বর্গী সেনাপতির দাঁইহাটের দুর্গোৎসব।
শুধু এই শো-এর জন্যই বাজেট ধরা হয়েছে ১১ লক্ষ টাকা। এবারের পুজোর মণ্ডপও সমানভাবে আকর্ষণীয়। প্রায় ৮০ ফুট উচ্চতার মণ্ডপটি গড়ে তোলা হয়েছে স্পেনের বার্সেলোনায় নির্মীয়মাণ সাগ্রাদা ফ্যামিলিয়ার অনুকরণে।