Orange Festival: দার্জিলিং-কালিম্পং ঘুরতে যাবেন! কমলালেবু উৎসব ঘুরে দেখতে ভুলবেন না

Last Updated:
পাহাড় গিয়ে কমলালেবু উৎসবের স্টলগুলি ঘুরে দেখছেন পর্যটকরা। 
1/6
কালিম্পংয়ে জমজমাট কমলালেবু উৎসব।এখানে কমলালেবুর প্রদর্শনীর পাশাপাশি মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল।
কালিম্পংয়ে জমজমাট কমলালেবু উৎসব। এখানে কমলালেবুর প্রদর্শনীর পাশাপাশি মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল।
advertisement
2/6
এবার উৎসবে পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন কমলাচাষি স্টল দিয়েছেন। স্থানীয়দের পাশাপাশি কালিম্পংয়ে থাকা কিছু পর্যটক এদিন স্টলগুলিতে ঘুরেছেন।
এবার উৎসবে পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন কমলাচাষি স্টল দিয়েছেন। স্থানীয়দের পাশাপাশি কালিম্পংয়ে থাকা কিছু পর্যটক এদিন স্টলগুলিতে ঘুরেছেন।
advertisement
3/6
পাহাড়ে কমলালেবু চাষের প্রসার ঘটাতে উদ্যান পালন দফতরের অধীন সিঙ্কোনা কর্তৃপক্ষ পথে নামে। কৃষকদের কমলালাবুর চারা বিলির পাশাপাশি, কমলালেবুর রোগমুক্তির জন্যও কাজ করছেন সিঙ্কোনার আধিকারিকেরা।
পাহাড়ে কমলালেবু চাষের প্রসার ঘটাতে উদ্যান পালন দফতরের অধীন সিঙ্কোনা কর্তৃপক্ষ পথে নামে। কৃষকদের কমলালাবুর চারা বিলির পাশাপাশি, কমলালেবুর রোগমুক্তির জন্যও কাজ করছেন সিঙ্কোনার আধিকারিকেরা।
advertisement
4/6
দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞানীদের ডেকে এনে পাহাড়ের কমলা চাষের এলাকা পরিদর্শন এবং সেমিনারের আয়োজন করা হয়। নতুন চারা এনে শুরু হয় চাষ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞানীদের ডেকে এনে পাহাড়ের কমলা চাষের এলাকা পরিদর্শন এবং সেমিনারের আয়োজন করা হয়। নতুন চারা এনে শুরু হয় চাষ।
advertisement
5/6
বিশেষ করে সিঙ্কোনা প্রকল্পের অধীনে এই কাজ বেশি করা হচ্ছে। ২০২২ থেকে উদ্যানপালন দফতর পাহাড়ের লেবুকে তুলে ধরতে অরেঞ্জ ফেস্টিভালের আয়োজন করছে।
বিশেষ করে সিঙ্কোনা প্রকল্পের অধীনে এই কাজ বেশি করা হচ্ছে। ২০২২ থেকে উদ্যানপালন দফতর পাহাড়ের লেবুকে তুলে ধরতে অরেঞ্জ ফেস্টিভালের আয়োজন করছে।
advertisement
6/6
তারই ফলশ্রুতিতে পাহাড়ে সিটং, সুখিয়াপোখরি, মিরিক, রংলি-রংলিয়ত এবং পুলবাজার এলাকায় ফের কমলালেবুর চাষের এলাকা বাড়ছে। এখন প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে কমলালেবু চাষ শুরু হয়েছে।
তারই ফলশ্রুতিতে পাহাড়ে সিটং, সুখিয়াপোখরি, মিরিক, রংলি-রংলিয়ত এবং পুলবাজার এলাকায় ফের কমলালেবুর চাষের এলাকা বাড়ছে। এখন প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে কমলালেবু চাষ শুরু হয়েছে।
advertisement
advertisement
advertisement