Mosquitoes Repellent Plant: মশারির প্রয়োজনই পরবে না, শীতের ৫টি গাছ মশার যমদূত, পাই পাই করে পালাবে, ঘর হবে মশার নো এন্ট্রি জোন!

Last Updated:
মশাকে ঘর থেকে দূরে রাখতে মশার ধূপ ব্যবহার করেন।  কিন্তু এর থেকে নির্গত ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে । তাই এই গাছগুলি লাগান মশা ঘরে ঢুকবে না।
1/5
অনেকেই পুদিনা পাতা রান্নায় ব্যবহার করেন ৷ এটি খাবারের স্বাদের পাশাপাশি মশা, মাছি, পোকামাকড় তাড়াতে কার্যকরী ভূমিকা পালণ করে ৷ এছাড়াও ঘরের বাইরে টবে রসুন গাছ থাকলে মশা কম হয় ৷
অনেকেই পুদিনা পাতা রান্নায় ব্যবহার করেন ৷ এটি খাবারের স্বাদের পাশাপাশি মশা, মাছি, পোকামাকড় তাড়াতে কার্যকরী ভূমিকা পালণ করে ৷ এছাড়াও ঘরের বাইরে টবে রসুন গাছ থাকলে মশা কম হয় ৷
advertisement
2/5
সাধারণত খাবারের স্বাদ বাড়াতে লেমনগ্রাস এক অতুলনীয় ৷ এটি খাওয়া ও স্বাদ ছাড়াও এই গাছ মশা তাড়ানোর কার্যকরী উপায় ৷ এই গাছ বারান্দায় বা ড্রয়িং রুমে রাখতে পারেন ৷
সাধারণত খাবারের স্বাদ বাড়াতে লেমনগ্রাস এক অতুলনীয় ৷ এটি খাওয়া ও স্বাদ ছাড়াও এই গাছ মশা তাড়ানোর কার্যকরী উপায় ৷ এই গাছ বারান্দায় বা ড্রয়িং রুমে রাখতে পারেন ৷
advertisement
3/5
নিমের পাতার ও ঔষধি গুণ রয়েছে । এটি মশা, মাছি, ছোট পোকামাকড় এবং মথ তাড়াতে কার্যকরী ভূমিকা নেয় । বাড়িতে বাগান থাকলে নিম গাছ ব্যবহার করুন । এতে ঘরে মশা প্রবেশ রোধ করতে সাহায্য করবে ।
নিমের পাতার ও ঔষধি গুণ রয়েছে । এটি মশা, মাছি, ছোট পোকামাকড় এবং মথ তাড়াতে কার্যকরী ভূমিকা নেয় । বাড়িতে বাগান থাকলে নিম গাছ ব্যবহার করুন । এতে ঘরে মশা প্রবেশ রোধ করতে সাহায্য করবে ।
advertisement
4/5
গার্ডেনিয়ার অরুণ রায় বলেন, বাড়ির সৌন্দর্য বাড়াতে আমরা সাধারণত গাঁদা ফুলের গাছ রোপণ করি । আপনি জেনে অবাক হবেন যে এই গাছের গন্ধ মশা এবং অন্যান্য পোকামাকড় তাড়াতে সাহায্য করে । মশা তাড়ানোর জন্য এই গাছই যথেষ্ট হতে পারে ।
গার্ডেনিয়ার অরুণ রায় বলেন, বাড়ির সৌন্দর্য বাড়াতে আমরা সাধারণত গাঁদা ফুলের গাছ রোপণ করি । আপনি জেনে অবাক হবেন যে এই গাছের গন্ধ মশা এবং অন্যান্য পোকামাকড় তাড়াতে সাহায্য করে । মশা তাড়ানোর জন্য এই গাছই যথেষ্ট হতে পারে ।
advertisement
5/5
প্রায় প্রতিটি বাড়িতে তুলসীকে পুজো করা হয় । এই গাছটি পরিবেশকে বিশুদ্ধ করে ৷ ছোট পোকামাকড়, মথ এবং মশাকে ঘর থেকে দূরে রাখে । তুলসী পাতা ঔষধি গুণে পরিপূর্ণ । মশার উপদ্রব কমাতে বাড়িতে লাগান তুলসি গাছ ৷
প্রায় প্রতিটি বাড়িতে তুলসীকে পুজো করা হয় । এই গাছটি পরিবেশকে বিশুদ্ধ করে ৷ ছোট পোকামাকড়, মথ এবং মশাকে ঘর থেকে দূরে রাখে । তুলসী পাতা ঔষধি গুণে পরিপূর্ণ । মশার উপদ্রব কমাতে বাড়িতে লাগান তুলসি গাছ ৷
advertisement
advertisement
advertisement